চট্টগ্রাম জেলা পরিষদের উদ্যোগে চট্টগ্রাম মহানগর ও সকল উপজেলায় অসহায়, গরীব ও দুস্থ জনসাধারণের মাঝে বিতরণের উদ্দেশ্যে পরিষদের সাধারণ ও মহিলা সদস্যদের মাঝে মাস্ক ও স্যানিটাইজার তুলে দেয়া হয়। গতকাল রোববার চট্টগ্রাম জেলা পরিষদের অস্থায়ী কার্যালয়ে জেলা পরিষদের চেয়ারম্যান ও চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম এ সালাম এক অনুষ্ঠানের মাধ্যমে এ সুরক্ষা সামগ্রী তুলে দেন। অনুষ্ঠানে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের জনগণ বলিষ্ঠভাবে সকল দুর্যোগ মোকাবেলা করেছে। শতাব্দী কালের ভয়াবহতম দুর্যোগ এ করোনা মহামারি মোকাবেলায় প্রধানমন্ত্রী শুরু থেকে যে সকল দূরদর্শী পদক্ষেপ গ্রহণ করেছেন তার ফলশ্রুতিতে বাংলাদেশ এই দুর্যোগ মোকাবেলায় বিশেষ সাফল্য দেখিয়েছে। সকলের সম্মিলিত প্রচেষ্টা ও সচেতনতাই পারে এই মহামারির হাত থেকে আমাদেরকে নিরাপদ রাখতে। মাস্ক ও স্যানিটাইজার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শাব্বির ইকবাল, সচিব মো. রবিউল হাসান, সিনিয়র সহকারী প্রকৌশলী মোহাম্মদ মনিরুল ইসলাম, জেলা পরিষদ সদস্য কাজী আবদুল ওহাব, দেবব্রত দাশ, শেখ মোহাম্মদ আতাউর রহমান, এস এম আলমগীর চৌধুরী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।