বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) চট্টগ্রামের পরিচালন ও সংরক্ষণ সার্কেলের (পূর্ব) ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক প্রকৌশলী ইমাম হোসেন বলেছেন, করোনা ভ্যাকসিন আমাদের জন্য আশির্বাদ হিসেবে এসেছে। বিশ্বের অনেক দেশ যেখানে টিকা চেয়ে পায়নি, সেখানে আমাদের প্রধানমন্ত্রীর একান্ত প্রচেষ্টায় খুব অল্প সময়ের মধ্যে আমরা বিনামূল্যে টিকা নিতে সক্ষম হয়েছি। গতকাল বৃহস্পতিবার দুপুরে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের চতুর্থ তলার বুথে ভ্যাকসিন নেওয়ার পর দৈনিক আজাদীকে নিজের অনুভূতি প্রকাশ করেন। তিনি বলেন, ‘টিকা নেওয়ার পর কোনো সমস্যা হয়নি।’











