করোনা ভাইরাসে বাংলাদেশ সফর শেষ শেফার্ডের

| শনিবার , ৯ জানুয়ারি, ২০২১ at ৫:৫৮ পূর্বাহ্ণ

করোনাভাইরাস শংকায় বাংলাদেশ সফর থেকে আগেই সরে দাঁড়িয়েছেন ওয়েস্ট ইন্ডিজের অনেক ক্রিকেটার। নতুন চেহারার দলটিতেও আঘাত হেনেছে কোভিড-১৯। পজিটিভ হয়েছেন ওয়ানডে দলে থাকা রোমারিও শেফার্ড। এই অলরাউন্ডারকে স্বাভাবিকভাবেই পাচ্ছে না ক্যারিবিয়ানরা। তার জায়গায় তরুণ পেসার কিয়ন হার্ডিংকে দলে নেওয়ার বিষয়টি জানায় ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ। আপাতত নিজ শহর গায়ানায় আছেন শেফার্ড। সেখানেই আইসোলেশনে থাকবেন তিনি। দেশের হয়ে পাঁচ ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলেছেন ২৬ বছর বয়সী এই ক্রিকেটার। ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ বিবৃতিতে জানায়, বাংলাদেশ সফরকে সামনে রেখে গত শনিবার করা প্রথম কোভিড-১৯ পরীক্ষায় দলের বাকি সবাই নেগেটিভ এসেছে। দ্বিতীয় ও শেষ দফার পরীক্ষা বৃহস্পতিবার করা হয়েছে। দলে ডাক পাওয়া ২৪ বছর বয়সী হার্ডিং এখনও আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেননি। ১৭টি প্রথম শ্রেণীর ম্যাচ খেলে উইকেট নিয়েছেন ৫৪টি। আর ২০টি লিস্ট ‘এ’ ম্যাচে তার উইকেট ৩৪টি। আগামীকাল রোববার ঢাকায় পৌঁছাবে ওয়েস্ট ইন্ডিজ দল। ওয়ানডে সিরিজের প্রথম দুটি ম্যাচ হবে ২০ ও ২২ জানুয়ারি মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে। শেষ ম্যাচ ২৫ জানুয়ারি চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। একউ ভেন্যুতে প্রথম টেস্ট শুরু ৩ ফেব্রুয়ারি ।

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশে না আসার সিদ্ধান্তে সমালোচিত হোল্ডার-পোলার্ডরা
পরবর্তী নিবন্ধমুজিব শতবর্ষ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট সিএম টাইগার্স এবং ব্রাদার্স একাডেমির জয়