করোনা নেগেটিভ হয়েছেন সাকিব আল হাসান। আজ শুক্রবার বিসিবি সভাপতি নাজমুল হাসান জানিয়েছেন সাকিবের পরীক্ষা করানো হয়েছে। তাতে নেগেটিভ এসেছে।
তিনি বলেন, আবার পরীক্ষা করানো হবে। এরপর সাকিবের ফিটনেস দেখে সিদ্ধান্ত নেওয়া হবে সে খেলতে পারবে কিনা। তিনি জানান, সাকিব চট্টগ্রাম আসবে। তবে সব পরীক্ষা নিরীক্ষার পর সিদ্ধান্ত নেওয়া হবে সে খেলতে পারবে কিনা।