আইপিএল স্থগিত হয়ে যাওয়ায় দেশে ফিরে কোয়ারেন্টিনে আছেন সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান। ইতোমধ্যে সাকিব আল হাসানের দু’দফা করোনা পরীক্ষা সম্পন্ন হয়েছে। দু’বারই নেগেটিভ এসেছে তার ফল। অন্যদিকে মোস্তাফিজের প্রথম দফার পরীক্ষার ফলও গতকাল নেগেটিভ এসেছে। গত বৃহস্পতিবার বিকালে দেশে ফিরে শুক্রবার প্রথম দফায় নমুন দিয়েছিলেন সাকিব। তার ফল নেগেটিভ আসে শনিবার। ওই দিনই দ্বিতীয় দফায় নমুনা দেন এই অলরাউন্ডার। সেটির ফলও নেগেটিভ এসেছে রোববার।
এদিকে হোটেল কোয়ারেন্টিনে থাকা স্ত্রীসহ মোস্তাফিজের প্রথম পরীক্ষার ফল নেগেটিভ এসেছে। রোববার মোস্তাফিজ ও তার স্ত্রীর দ্বিতীয় দফায় নমুনাও নেওয়া হয়েছে। আজ জানা যাবে তার ফল। সাকিব ও মোস্তাফিজের করোনা নেগেটিভ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চিকিৎসক মঞ্জুর হোসাইন। তিনি বলেছেন, ‘সাকিবের ইতোমধ্যে দু’বার করোনা পরীক্ষা সম্পন্ন হয়েছে। দু’বারই তার নেগেটিভ এসেছে। আর মোস্তাফিজের প্রথম পরীক্ষার ফলও নেগেটিভ এসছে। আজ দ্বিতীয় দফায় নমুনা নেওয়া হয়েছে। কাল ফল আসবে।’