করোনা নিয়ে জাতিসংঘেও যুক্তরাষ্ট্র-চীন উত্তেজনা

| বৃহস্পতিবার , ২৪ সেপ্টেম্বর, ২০২০ at ১০:৪৯ পূর্বাহ্ণ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বজুড়ে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার জন্য চীনকে দায়ী করে বক্তব্য দেওয়ায় দেশ দুটির মধ্যকার চলমান উত্তেজনা জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনেও আলোচনার কেন্দ্রে এসেছে। এই বৈশ্বিক মহামারীর জন্য চীনের ‘জবাবদিহি’ চেয়েছেন ট্রাম্প। পক্ষান্তরে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং তার ভাষণে বলেছেন, অন্য কোনো দেশের সঙ্গে স্নায়ু যুদ্ধে যাওয়ার কোনো ইচ্ছা তার দেশের নেই। খবর বিডিনিউজের।
করোনাভাইরাসসহ বেশ কয়েকটি বিষয় নিয়ে এই দুই বিশ্বশক্তির মধ্যে বিরোধ চলছে। মহামারীর মধ্যে এ বছর নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন মূলত ভার্চুয়ালি অনুষ্ঠিত হচ্ছে। বিশ্ব নেতারা আগে রেকর্ড করা বক্তব্য সরবরাহ করছেন। প্রতিটি সদস্য দেশের মাত্র একজন করে প্রতিনিধি অধিবেশনে তার দেশের প্রতিনিধিত্ব করায় কোনো একটি দেশের সঙ্গে অন্য একটি দেশের বাগ্‌যুদ্ধের সীমিত সুযোগ রয়েছে। তবে বরাবরের মতো অধিবেশনে ভাষণে প্রেসিডেন্ট ট্রাম্প নিজের অর্জনগুলো জোরের সঙ্গে তুলে ধরার পাশাপাশি তার প্রতিপক্ষের বিরুদ্ধে বিষোদগার করেছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের পরে বক্তব্য দিতে যাওয়া চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ‘সভ্যতার সংঘাতের’ ঝুঁকির বিষয়ে সতর্ক করেছেন।

পূর্ববর্তী নিবন্ধদূর প্রাচ্যে সেনা বাড়াবে রাশিয়া
পরবর্তী নিবন্ধযুক্তরাষ্ট্রে মৃত্যু ছাড়াল ২ লাখ