করোনার অভিঘাত মোকাবিলার মত টিকা প্রয়োগেও সরকার সফল হবে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। গতকাল বুধবার আওয়ামী লীগ কার্যালয়ে দলের শ্রম ও জনশক্তি বিষয়ক উপকমিটি আয়োজিত আলোচনা সভায় ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে একথা বলেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, করোনা ভাইরাস অভিঘাত যেভাবে সরকার সফলতার সাথে মোকাবিলা করেছে, করোনার টিকা সংগ্রহ, ব্যবস্থাপনা ও টিকা প্রদান কাজও স্বচ্ছতার সাথে সম্পন্ন করবে। খবর বিডিনিউজের।
বিএনপি করোনা ভাইরাসের টিকা নিয়ে আগাম অপপ্রচার শুরু করছে অভিযোগ করে তিনি বলেন, দেশ ও মানুষের কল্যাণে যে কোনো কাজকে প্রশ্নবিদ্ধ করাই তাদের রাজনীতি। তারা (বিএনপি) দেশ ও মানুষের কল্যাণে কোনো কাজ নিজেরা তো করেনি, সরকার করুক তাও চায় না।
তিনি বলেন, সরকার ও দেশের সফলতা এবং অর্জন বিএনপির গায়ে জ্বালা ধরায়। তাদের আমলে প্রতিটি ক্ষেত্রে দুর্নীতি প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছিল। বর্তমান সরকার দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে। অপরাধীদের শাস্তি দিতে সামান্যতম দ্বিধাবোধ করে না। এটি দৃষ্টান্তে পরিণত হয়েছে।
শেখ হাসিনার সরকার মানুষের জীবনযাত্রার ব্যয়ের সাথে সামঞ্জস্যপূর্ণ শ্রমিকদের ন্যূনতম মজুরির নিশ্চয়তা, চাকরির নিরাপত্তা এবং শ্রমিক কল্যাণ ও ট্রেড ইউনিয়ন অধিকারের স্বীকৃতি প্রতিষ্ঠায় কাজ করছে বলে মন্তব্য করেন কাদের। তিনি বলেন, পোশাক শিল্পের সমস্যা সমাধানে পরিকল্পিত অন্তর্ঘাত, গার্মেন্ট ফ্যাক্টরিতে উপর্যুপরি দুর্ঘটনা প্রাণহানিতে রূপ নিত। সেখানে কার্যকর ব্যবস্থা নিয়েছে শেখ হাসিনার সরকার। এ লক্ষ্যে বাংলাদেশ শ্রম আইন বিধিমালা, শিশুশ্রম নিরসন, গৃহকর্মী সুরক্ষা ও পেশাগত নিরাপত্তা বিধানে আইনগত কাঠামো সুদৃঢ় করা হয়েছে।