ভারতে করোনা ভাইরাসে দৈনিক আক্রান্তের সংখ্যা ৩ লাখ অতিক্রম করেছে। টিকা উৎসব করে টিকাকরণে গতি আনলেও থামছে না সংক্রমণের ঊর্ধ্বগতি। এবার জরুরি ভিত্তিতে করোনার চিকিৎসায় ভারতীয় কোম্পানি জাইডাস ক্যাডিলির ভিরাফিন ব্যবহারের অনুমোদন দিয়েছে দেশটির ওষুধ নিয়ন্ত্রক সংস্থা। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস নাউ জানায়, পূর্ণবয়স্ক করোনা রোগী যাদের অবস্থা স্থিতিশীল, তাদের চিকিৎসায় এই ওষুধ ব্যবহার করা যাবে।
ভারতীয় কোম্পানির দাবি, তাদের তৈরি ‘ভিরাফিন’ আসলে অ্যান্টিভাইরাল ড্রাগ এবং করোনা আক্রান্তদের মৃদু উপসর্গ থাকলে এই ওষুধে একদিনের মধ্যেই সুস্থ হয়ে ওঠা সম্ভব। অনেক বছর ধরেই হেপাটাইটিস বি ও সি আক্রান্ত রোগীর ক্ষেত্রে ভাল কাজ করেছে এই ওষুধ। একাধিক ডোজে রোগীর স্বাস্থ্যও সুরক্ষিত হয়েছে।
পরীক্ষায় দেখা গেছে, রোগীর শ্বাসকষ্ট কমেছে এবং অঙিজেন সাপোর্টের প্রয়োজন পড়েনি। করোনা রোগীদের শ্বাসকষ্ট জনিত সমস্যা করোনা চিকিৎসায় বড় উদ্বেগের কারণ। গত ৫ এপ্রিল জাইডাস ক্যাডিলির পক্ষ থেকে ভিরাফিন ওষুধ ব্যবহারের অনুমোদন চেয়ে ভারতের কেন্দ্র সরকারের আবেদন করা হয়েছিল।
জাইডাস ক্যাডিলি জানায়, ভারতে ২০-২৫টি কেন্দ্রে ভিরাফিনের পরীক্ষামূলক প্রয়োগ করা হয়েছে। ভিরাফিন ব্যবহারে অঙিজেনের ওপর নির্ভরতা অনেকটাই কমবে। শ্বাস-প্রশ্বাসের ওঠানামাকে নিয়ন্ত্রণে সক্ষম এই ওষুধ।
ভারত সরকারের তথ্য অনুসারে, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৩২ হাজার ৭৩০ জন। অ্যাক্টিভ করোনা রোগীর সংখ্যা ২৪ লাখ ২৮ হাজার ৬১৬। এই পরিস্থিতিতে ভিরাফিন ওষুধকে জরুরি ভিত্তিতে ছাড়পত্র দেওয়া ডিসিজিআই-এর অন্যতম বড় সিদ্ধান্ত বলে মনে করছেন চিকিৎসকরা। এর আগে ভারতীয় ওষুধ নিয়ন্ত্রক সংস্থা ডিসিজিআই হাইড্রঙিক্লোরোকুইন, রেমডেসিভিরের মতো কয়েকটি ওষুধকে জরুরি ভিত্তিতে প্রয়োগের অনুমোদন দিয়েছে।