করোনা আক্রান্ত কঙ্গনা

| রবিবার , ৯ মে, ২০২১ at ৬:৩২ পূর্বাহ্ণ

এবার অন্য কাউকে আক্রমণ নয়, বরং নিজেই করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রনৌত। সামাজিকমাধ্যমে অভিনেত্রী নিজেই জানালেন এ খবর। কিছুদিন আগেই কঙ্গনার অ্যাকাউন্ট সাসপেন্ড করে টুইটার। তাই ইনস্টাগ্রামেই জানালেন তার করোনা আক্রান্ত হওয়ার কথা। জানালেন, শরীরে মরণ ভাইরাসের উপসর্গ রয়েছে। আপাতত হোম কোয়ারেন্টিনে রয়েছেন বলিউডের ‘কুইন’। খবর বাংলানিউজের।
যোগব্যায়াম পোজে ছবি দিয়ে কঙ্গনা লেখেন, আমি ক্লান্ত অনুভব করছিলাম। চোখে জ্বালাভাব করছিল। হিমাচল যাব ভাবছিলাম তাই গতকাল করোনা টেস্ট করাই। রেজাল্ট পজিটিভ এসেছে। অভিনেত্রী আরও লেখেন, আমি নিজেকে কোয়ারেন্টিনে রেখেছি। দেহের মধ্যে যে ভাইরাস পার্টি করছে তা জানতামই না। এখন জেনে গেছি, এবার ধব্বংস করব। অনুরাগীদের উদ্দেশে তিনি বলেন, করোনাকে ভয় পেলে ও বেশি ভয় দেখাবে। এটা কিছু সময়ের ফ্লু ছাড়া আর কিছু নয়।

পূর্ববর্তী নিবন্ধঅভিনয়ে ন্যানসি নায়ক ইমতিয়াজ বর্ষণ
পরবর্তী নিবন্ধতিন অভিনেত্রীর ডার্ক থ্রিলার