করোনায় দুই তারকার মৃত্যু

| শুক্রবার , ৭ মে, ২০২১ at ৬:২৫ পূর্বাহ্ণ

মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন তামিল সিনেমার জনপ্রিয় কমেডিয়ান পান্ডু (৭৪) ও মারাঠি অভিনেত্রী অভিলাষা পাতিল (৪০)। করোনার দ্বিতীয় ঢেউয়ে তামিল সিনেমা ইন্ডাস্ট্রিতে মারা যাওয়া তৃতীয় ব্যক্তি পান্ডু। খবর বাংলানিউজের।
এর আগে গত কয়েক সপ্তাহে পরিচালক থামিরা ও কেভি আনন্দ করোনায় মারা গেছেন। গতকাল বৃহস্পতিবার সকালে পান্ডু একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। এর আগে সস্ত্রীক করোনা আক্রান্ত হন তিনি। ১৯৭০ সালে বড় পর্দায় অভিষেক ঘটে পান্ডুর। তামিল ইন্ডাস্ট্রির প্রথম সারির নির্মাতা ও শিল্পীদের সঙ্গে বহু সিনেমায় কাজ করেছেন তিনি।

পূর্ববর্তী নিবন্ধস্বাস্থ্য সুরক্ষায় আপোষ চলবে না : মেয়র
পরবর্তী নিবন্ধএক নাটকে ৩৯ গান!