করোনা পরবর্তী জটিলতায় ফরিদুল আলম (৬৬) নামের আরো এক চিকিৎসকের মৃত্যু হয়েছে চট্টগ্রামে। গত রোববার রাত ১১টার দিকে আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে তার মৃত্যু হয়। ডা. ফরিদুল আলম মা ও শিশু হাসপাতালের শিশু স্বাস্থ্য বিভাগের সাবেক অধ্যাপক ও বিভাগীয় প্রধান ছিলেন। এ চিকিৎসকের মৃত্যুর তথ্য নিশ্চিত করে আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালের পরিচালক (প্রশাসন) ডা. নুরুল হক আজাদীকে বলেন, তিনি করোনায় আক্রান্ত হয়েছিলেন। শারীরিক জটিলতা দেখা দিলে আমাদের এখানে (হাসপাতালে) ভর্তি হন। করোনা নেগেটিভ হলেও তার শারীরিক অবস্থা ভালো ছিল না। হার্টের জটিলতা ও ডায়াবেটিস ছিল। প্রায় দেড় মাস ধরে চিকিৎসাধীন ছিলেন। রোববার রাতে তিনি মারা গেছেন। ডা. ফরিদুল আলমের গ্রামের বাড়ি লোহাগাড়া সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ড মজিদার পাড়ায়। তিনি মৃত লাল মোহাম্মদের ছেলে।