করোনায় ক্ষতিগ্রস্ত মাদরাসায় জিয়াউল হক মাইজভাণ্ডারী ট্রাস্টের সহায়তা

| বৃহস্পতিবার , ১১ ফেব্রুয়ারি, ২০২১ at ১০:১৭ পূর্বাহ্ণ

সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) ট্রাস্টের উদ্যোগে ‘সবার জন্য শিক্ষা’ প্রকল্পের আওতায় করোনায় দীর্ঘদিন ধরে অর্থনৈতিকভাবে পর্যুদস্ত নগরীর সরাইপাড়ায় ভেলুয়ারদীঘি ফোরকানিয়া এবতেদায়ী সুন্নীয়া মাদরাসার কর্তৃপক্ষকে আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়। চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাউন্সিলর নুরুল আমিন। বিশেষ অতিথি ছিলেন ভেলুয়ারদিঘী কেন্দ্রিয় শাহী জামে মসজিদের খতিব মুখতার আহমদ আল-কাদেরী, জামে মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ইসলাম খাঁন, পাহাড়তলী বাজার বণিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন।উপস্থিত ছিলেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি মধ্যম সরাইপাড়া শাখার কর্মকর্তা ও সদস্যবৃন্দ। অনুষ্ঠানে প্রধান অতিথির কাছ থেকে সহায়তার চেক গ্রহণ করেন মাদরাসার পরিচালক কামাল উদ্দিন আহমেদ ও উপদেষ্টাবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম থেকে সি-ট্রাক স্টিমার দেয়ার দাবি
পরবর্তী নিবন্ধ‘ইসলাম উগ্রবাদ জঙ্গিবাদ প্রশ্রয় দেয় না’