করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বিসিবি পরিচালক ও ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান। এখন নিজ বাসায় আইসোলেশনে আছেন। তবে খুব বেশি শারীরিক জটিলতা তার নেই বলে জানান আইসিসি ট্রফি জয়ী দেশের সাবেক এই অধিনায়ক। আকরাম জানান, কিছু উপসর্গ থাকার পর পরীক্ষা করান তিনি। ‘কয়েকদিন ধরে ঠান্ডা ছিল বেশ। একটু গলাব্যথা ছিল। পরীক্ষা করিয়ে কালকে জানতে পেরেছি যে পজিটিভ। আপাতত ঠান্ডা ছাড়া তেমন কোনো সমস্যা নেই। প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে বাসায়ই আলাদা আছি।’ পরিবারের অন্য সদস্যদের গতকাল শনিবার পরীক্ষা করা হয় বলে জানান আকরাম।