করোনার নতুন ঢেউয়ের মধ্যে বিধিনিষেধ তুলল ইংল্যান্ড

| মঙ্গলবার , ২০ জুলাই, ২০২১ at ৭:৩৪ পূর্বাহ্ণ

যুক্তরাজ্যজুড়ে করোনাভাইরাসের নতুন একটি ঢেউ শুরু হলেও অধিকাংশ বিধিনিষেধ তুলে নিয়েছে ইংল্যান্ড। সোমবার মধ্যরাত থেকে বিধিনিষেধ তুলে নেওয়ার পর রাজধানী লন্ডনের অনেক তরুণ বাসিন্দা বিধিনিষেধমুক্ত একটি লাইভ সংগীতানুষ্ঠানে অংশ নেন। খবর বিডিনিউজের।
গত বছর মহামারী শুরু হওয়ার পর থেকে এই প্রথম তারা সারারাত ধরে নেচেছেন ও অনেকে মিলে আনন্দ করেছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
কোভিড-১৯ মহামারীতে বিশ্বে মৃত্যুর সংখ্যায় শীর্ষে থাকা দেশগুলোর একটি ব্রিটেন। দেশটিতে সংক্রমণের নতুন ঢেউ শুরু হলেও প্রধানমন্ত্রী বরিস জনসন ইংল্যান্ডে অধিকাংশ বিধিনিষেধ তুলে নিয়েছেন যাকে কিছু লোক ‘স্বাধীনতা দিবস’ বলে অভিহিত করছে।
বিধিনিষেধ তুলে নেওয়া ঠিক হল কিনা, এপিডিমিওলজিস্টরা তা নিয়ে সংশয়ে থাকলেও ব্রিটেনের তরুণ বয়সীরা দেড় বছরেরও বেশি সময় ধরে কঠোর লকডাউনে আছেন এবং এখন তারা বন্ধুদের সঙ্গে মিলে ফূর্তি করতে চাইছেন।
যেন চিরকালের জন্য আমাকে নাচার অনুমতি দেওয়া হয়নি, এমনটাই মনে হচ্ছে, বলেন পূর্ব লন্ডনের হাকনি এলাকার ওভাল স্পেসের সঙ্গীতানুষ্ঠানে যোগ দিতে আসা ৩১ বছর বয়সী জর্জিয়া পাইক।
আমি নাচতে চাই, আমি লাইভ মিউজিক শুনতে চাই, অন্যান্য লোকজনের সঙ্গে সঙ্গীতানুষ্ঠান উপভোগ করতে চাই, বলেন তিনি। তবে আনন্দের জন্য উদ্বেল হয়ে থাকা এই উৎসাহের পাশাপাশি সংক্রমণের নতুন ঢেউয়ে আক্রান্তের সংখ্যা নিয়েও পরিষ্কার উদ্বেগ আছে। এখন যুক্তরাজ্যে প্রতিদিন ৫০ হাজারেও বেশি নতুন রোগী শনাক্ত হচ্ছে।
লাইভ মিউজিক ফিরে আসা উদযাপন করতে আয়োজিত ‘০০:০১’ অনুষ্ঠানস্থলের বাইরে গ্যারি কার্টমিল (২৬) বলেন, আমি খুবই অধীর হয়ে আছি, কিন্তু আসন্ন নিয়তির ভাবনাও এর সঙ্গে মিশে আছে।

পূর্ববর্তী নিবন্ধবছরে ৩০০ দিন ঘুমিয়ে কাটান তিনি!
পরবর্তী নিবন্ধকার্লোস ঘোনকে পালাতে সহযোগিতা করা বাবা-ছেলে দণ্ডিত