করোনার নতুন উপরূপ নিয়ে চীনকে হু’র সতর্কবার্তা

‘তথ্য গোপন করবেন না’ ।। ভারতে মাস্ক পরার নির্দেশনা

আজাদী ডেস্ক | শুক্রবার , ২৩ ডিসেম্বর, ২০২২ at ৭:০৯ পূর্বাহ্ণ

চীনে করোনাভাইরাসের নতুন উপধরনের সংক্রমণ ছড়িয়ে পড়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। সংস্থাটির আশঙ্কা, করোনা সংক্রান্ত তথ্য গোপন করতে পারে চীন। হু প্রধান গেব্রিয়েসাস গতকাল বৃহস্পতিবার বলেন, আশা করছি- চীন এ সংক্রান্ত তথ্য দেবে এবং আমাদের সুপারিশগুলো পর্যালোচনা করে দেখবে। কোভিড সংক্রমণের উৎস সম্পর্কে অনেক তথ্যই এখনও পর্যন্ত সামনে আসেনি বলে জানান তিনি।

করোনাভাইরাসের নতুন উপরূপ ওমিক্রন বিএফ.৭-এর কারণেই চীন জুড়ে শুরু হয়েছে নয়া সংক্রমণ পর্ব। এই পরিস্থিতিতে বিশ্ব স্বাস্থ্য প্রধান জানিয়েছেন, ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর টিকাকরণের কাজ শেষ করার জন্য তারা বেইজিংকে প্রয়োজনীয় সহায়তা করবেন। সংক্রমণ ঠেকাতে প্রয়োজনীয় সতর্কতা পালনের বিষয়েও বেইজিংয়ের কাছে আবেদন জানান তিনি।

ভারতে মাস্ক পরার নির্দেশনা : এদিকে প্রতিবেশী দেশ চীনে কোভিড-১৯ সংক্রমণ বাড়তে থাকায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ভারতের স্বাস্থ্যমন্ত্রী জনসম্মুখে মাস্ক পরাসহ মহামারীর সময়কার যথাযথ আচরণবিধি ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছেন। সেইসঙ্গে শীর্ষ স্বাস্থ্য কর্মকর্তারা জনগণকে দ্রুত টিকা গ্রহণের এবং যারা টিকার দুই ডোজ গ্রহণ করেছেন তাদের বুস্টার ডোজ গ্রহণের পরামর্শ দিয়েছেন।

জানা যায়, গত কয়েক মাসে ভারতে বিএফ.৭ উপধরণে আক্রান্ত চারজন রোগী শনাক্ত হয়েছে। তবে চীনে করোনা ভাইরাসের সংক্রমণ বাড়লেও এখনই ভারতীয়দের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই বলেই মত কয়েকজন স্বাস্থ্য বিশেষজ্ঞের। ভারতের কেন্দ্রীয় সরকার এ সপ্তাহের শুরুতে সব রাজ্য সরকারকে কোভিড ‘পজিটিভ’ রোগীদের নমুনা স্বাস্থ্য মন্ত্রণালয়ের ফোরাম দ্বারা পরিচালিত গবেষণাগারে পাঠাতে বলেছে। এর পাশাপাশি ভারত আবারও বিমানবন্দরে আন্তর্জাতিক যাত্রীদের ‘র‌্যানডম’ কোভিড পরীক্ষা শুরু করেছে।

পূর্ববর্তী নিবন্ধব্যবসায় ক্ষতি দেখিয়ে ২০২০ সালে আয়কর দেননি ট্রাম্প
পরবর্তী নিবন্ধউখিয়া ক্যাম্পে ৪ রোহিঙ্গা গুলিবিদ্ধ