‘করোনার দ্বিতীয় ঢেউ এবং আমাদের করণীয়’ বিষয়ে গাউসিয়া কমিটি কেন্দ্রীয় পরিষদের এক মতবিনিময় সভা গত সোমবার সন্ধ্যায় বহদ্দারহাটস্থ একটি কনভেনশন হলে অনুষ্ঠিত হয়। সংগঠনের চেয়ারম্যান পেয়ার মোহাম্মদ কমিশনারের সভাপতিত্বে ও করোনাকালের সেবা কর্মসূচির প্রধান সমন্বয়ক অ্যাড. মোছাহেব উদ্দিন বখতিয়ারের সঞ্চালনে মতবিনিময় সভায় অংশ নেন সংগঠনের মহাসচিব শাহজাদ ইবনে দিদার, মাহবুব খাঁন, মাহবুব এলাহী সিকদার, অ্যাড. জাহাঙ্গীর আলম চৌধুরী, অধ্যক্ষ আবু তালেব বেলাল, এরশাদ খতিবী, আবদুল্লাহ্, মোহাম্মদ মহিউদ্দিন প্রমুখ।
এতে নেতৃবৃন্দ বলেন, অবস্থা দৃষ্টে মনে হচ্ছে করোনার দ্বিতীয় ধাপ শুরু হয়ে গেছে। করোনা সংক্রমণ ও মৃত্যুর হার আশঙ্কাজনকভাবে বাড়ছে। সরকারি ও বেসরকারি হাসপাতালগুলোতে করোনা রোগীর ভিড় লক্ষ্য করার মত। এমতাবস্থায় গাউসিয়া কমিটির করোনাকালে চলমান সেবাকে জোরদার করতে হবে। এ জন্য কর্মপদ্ধতি আরো উন্নত করতে আরো বেশি সংখ্যক স্বেচ্ছসেবক ও কর্মীদের মাঠে নামাতে হবে। এসময় নেতৃবৃন্দ আগের মত গাউসিয়া কমিটির কার্যক্রম অব্যাহত রাখার স্বার্থে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান। প্রেস বিজ্ঞপ্তি।