করোনার টিকা বুধবার থেকে

আজাদী ডেস্ক | রবিবার , ২৪ জানুয়ারি, ২০২১ at ৭:৩২ পূর্বাহ্ণ

রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের একজন নার্সকে করোনা টিকা দেওয়ার মধ্য দিয়ে আগামী ২৭ জানুয়ারি বুধবার শুরু হচ্ছে বহুকাঙ্ক্ষিত টিকা দান কার্যক্রম। গতকাল শনিবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মো. খুরশীদ আলম এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, একজন নার্সকে করোনা টিকা দানের মাধ্যমে ভার্চুয়ালি এ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। খবর বাংলানিউজ ও বিডিনিউজের।
এ বিষয়ে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. আবদুল মান্নান বলেন, এদিন আরও ২৪ জনকে করোনা টিকা দেওয়া হবে। এদের মধ্যে করোনা ভাইরাসের সময় কাজ করা সম্মুখযোদ্ধা স্বাস্থ্যকর্মী, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, চিকিৎসক এবং সাংবাদিকরা থাকবেন। গতকাল শ্যামলীতে কিডনি হাসপাতাল পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন।
সচিব জানান, ঢাকায় ২৮ জানুয়ারি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, মুগদা জেনারেল হাসপাতাল, কুয়েত মৈত্রী হাসপাতাল এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে টিকা দেওয়া হবে। তিনি বলেন, সেখানে ৪০০ থেকে ৫০০ জনের ওপর টিকা প্রয়োগ করা হবে। তাদের এক সপ্তাহ পর্যবেক্ষণে রাখার পর ৮ ফেব্রুয়ারি থেকে সারা দেশে টিকাদান শুরু হবে।
ভারত থেকে উপহার হিসেবে পাওয়া অঙফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ২০ লাখ ডোজ টিকা বৃহস্পতিবার আসার পরই টিকাদান শুরুর চূড়ান্ত সিদ্ধান্ত হয়। বাংলাদেশ সরকারিভাবেও সেরাম ইনস্টিটিউট থেকে তিন কোটি ডোজ টিকা কিনছে। এর মধ্যে প্রথম চালানে ৫০ লাখ ডোজ টিকা ২৫ জানুয়ারির মধ্যে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।
এদিকে ভারতে এই টিকার পার্শ্ব প্রতিক্রিয়া তেমন দেখা না গেলেও সতর্কতা হিসেবে শুরুতে ৪০০-৫০০ জনকে দিয়ে প্রতিক্রিয়া দেখতে চায় সরকার। টিকা বিতরণের পরিকল্পনা ইতোমধ্যেই করে ফেলা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম গণহত্যা দিবস আজ
পরবর্তী নিবন্ধঅন্তর্কলহে বেরিয়ে আসছে ক্ষমতাসীনদের অপকর্ম : বাবলু