চট্টগ্রামে করোনা টিকা দেয়ার জন্য পুনরায় রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আবদুচ ছালাম।
গণমাধ্যমে প্রেরিত প্রেস বিজ্ঞতিতে ধন্যবাদ পাঠানোর পাশাপাশি ভ্যাকসিন পাওয়ার খবর অত্যন্ত স্বস্তিদায়ক বলে মন্তব্য করেছেন তিনি।
আবদুচ ছালাম বলেন, করোনা পরিস্থিতির ক্রমাবনতির খারাপ সময়ে পুনরায় করোনার টিকার জন্য রেজিস্ট্রেশন শুরু হওয়ায় চট্টগ্রামের মানুষের মনে স্বস্তি ফিরে এসেছে।