করোনাভাইরাসের টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন। গত ১১ জানুয়ারি তাকে করোনা টিকার দ্বিতীয় ডোজ দেওয়া হয়। প্রথম ডোজ টিকা নেওয়ার তিন সপ্তাহ পর নিয়ম অনুযায়ী তিনি দ্বিতীয় ডোজ নিয়েছেন। খবর বাংলানিউজের।
আন্তর্জাতিক গণমাধ্যম জানায়, টিকা নিতে জনগণকে উৎসাহিত করতে প্রথম ডোজের ধারাবাহিকতায় এবারও সরাসরি টিভি ক্যামেরার সামনে টিকা নিয়েছেন ৭৮ বছর বয়সী বাইডেন। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত এ প্রেসিডেন্ট টিকা নেওয়ার পর চিকিৎসককে ধন্যবাদ জানান। পরে তিনি গণমাধ্যমে বলেন, আমার প্রথম অগ্রাধিকার হচ্ছে মার্কিন জনগণের হাতে টিকা তুলে দেওয়া। আর এটা যেন আমরা দ্রুততার সঙ্গে করতে পারি।
প্রথম ডোজ টিকা নেওয়ার পর বাইডেন বলেছিলেন, টিকা নেওয়ার ক্ষেত্রে সামনের সারিতে থাকার কোনও অভিপ্রায় আমার ছিল না। তবে আমি নিশ্চিত করতে চাই, এটি নেওয়া যে নিরাপদ তা আমেরিকার জনগণকে আমরা দেখিয়েছি।
গত ২১ ডিসেম্বর ডেলাওয়্যার ক্রিস্টিয়ানা কেয়ার হাসপাতালে তিনি ফাইজার-বায়োএনটেক টিকার প্রথম ডোজ নেন।