২০২০ সালের মার্চ থেকে করোনা মহামারি শুরু হওয়ার পর থেকে চট্টল ইয়ূথ কয়ারের শিল্পী, সাংস্কৃতিক সংগঠকসহ চট্টগ্রাম বহুশিল্পী, সাংস্কৃতিক সংগঠক, কবিয়ালদের আর্থিকভাবে সহায়তা করার জন্য প্রধানমন্ত্রী ও চট্টগ্রামের জেলা প্রশাসকসহ জনপ্রতিনিধিদের কাছে পৃথক পৃথক আবেদন করলেও মূলত কোনো স্থান থেকে কোনো আর্থিক সহায়তা পাওয়া যায়নি। বর্তমানেও করোনাকালে শিল্পী, সাংস্কৃতিক সংগঠকরা বড়ই অসহায়। এমতাবস্থায় চট্টগ্রামের সর্বস্তরের শিল্পী এবং সাংস্কৃতিক সংগঠকদের একটি তালিকা প্রণয়ন করে তাঁদেরকে আর্থিক সহযোগিতার ব্যবস্থা গ্রহণ করা উচিত। এই পর্যায়ে চট্টল ইয়ূথ কয়ারের উদ্যোগে প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট প্রত্যেক প্রশাসনের কাছে আর্থিক সহায়তা করার জন্য আবেদন পাঠানোর উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আগামী শনিবার থেকে আমাদের আবেদনপত্র প্রস্তুত করার কাজ শুরু হবে। চট্টল ইয়ূথ কয়ারের কেন্দ্রীয় কমিটি সমস্ত উপজেলার শিল্পীদেরকে তাঁদের দুই কপি ছবি এবং জাতীয় পরিচয়পত্রের ফটোকপি জমা দেওয়ার জন্য সকলের কাছে অনুরোধ করা যাচ্ছে। বিস্তারিত তথ্যের জন্য সংগঠনের মহাসচিব অরুণ চন্দ্র বণিকের এ নাম্বারে ০১৮৪৫-২৩৫৯৪৮ যোগাযোগের জন্য অনুরোধ করা যাচ্ছে। প্রেস বিজ্ঞপ্তি।