কয়েক ঘণ্টায় বন্ধ হল কালুরঘাট ফেরিতে যাত্রীদের কাছ থেকে টাকা আদায়

আজাদীতে সংবাদ প্রকাশ

বোয়ালখালী প্রতিনিধি | শনিবার , ২৯ জুন, ২০২৪ at ৩:১২ অপরাহ্ণ

দৈনিক আজাদীতে সংবাদ প্রকাশের কয়েক ঘণ্টা পর কালুরঘাট ফেরি দিয়ে মানুষ পারাপার যাত্রীদের ৫ টাকা আদায় বন্ধ করে দিয়েছে সড়ক ও জনপথ বিভাগ।

আজ (২৯ জুন) শনিবার সকাল থেকে ফেরি পারাপার যাত্রীদের থেকে ৫ টাকা নেয়ার অভিযোগ উঠে। এ সময় সওজ কর্তৃপক্ষের নজরে আসে বিষয়টি। তাৎক্ষণিক সওজের প্রতিনিধি ফেরিঘাটে পাঠিয়েছেন বলে জানিয়েছেন সওজ কর্তৃপক্ষ।

আরেফিন জুয়েল নামের এক সাংবাদিক বলেন, সওজের একটি প্রতিনিধি দল ফেরিঘাটে আসেন। ফেরি কর্তৃপক্ষের সাথে বৈঠক করেছেন। এখন আর ফেরি পারাপার যাত্রীদের থেকে কোন প্রকার টাকা দাবি করছে না ফেরিঘাটে থাকা কর্মচারিরা।

সড়ক ও জনপথ বিভাগের চট্টগ্রাম অঞ্চলের নির্বাহী প্রকৌশলী মোছলেহ বলেন, আমাদের একটি প্রতিনিধি টিম ফেরিঘাটে গেছে এবং টাকা আদায় বন্ধ করে দেয়া হয়েছে। পারাপারকৃত কোন যাত্রী যাতে টাকা না দেয় সে জন্য ফেরিঘাটে একটা সাইনবোর্ডও তুলে দেয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধআনোয়ারায় বিদেশি মদ উদ্ধার, গ্রেফতার ১
পরবর্তী নিবন্ধফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ, কাপ্তাইয়ে ১০ হাজার টাকা জরিমানা