কম দামে নিত্যপণ্য পাচ্ছে সাধারণ মানুষ

রাউজানে ন্যায্যমূল্যের দোকান

রাউজান প্রতিনিধি | শনিবার , ১০ জুলাই, ২০২১ at ৮:১২ পূর্বাহ্ণ

রাউজানে প্রতিটি ইউনিয়নে রয়েছে ন্যায্যমূল্যের দোকান। এতে কম দামে নিত্যপণ্য পাচ্ছে সাধারণ মানুষ। ফজলে করিম চৌধুরী ফাউণ্ডেশনের চেয়ারম্যান ফারাজ করিম চৌধুরীর অনুপ্রেরণায় জনপ্রতিনিধিরা এ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। তবে এ ভর্তুকির টাকা সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী নিজের ব্যক্তিগত তহবিল থেকে জনপ্রতিনিধিদের দেবেন বলে জানা গেছে। জানা যায়, ১ জুলাই থেকে এ কর্মসূচির আওতায় চালু করা ন্যায্যমূল্যের দোকান থেকে দুস্থ পরিবারের সদস্যরা চাল,ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি কিনছেন। এ খাতে তাদের অনেক টাকা সাশ্রয় হচ্ছে। নোয়াজিশপুর ইউনিয়নের চেয়ারম্যান সরোয়ার্দ্দি সিকদার বলেছেন- তার ন্যায্যমূল্যের দোকান থেকে ১২০ টাকা করে প্রতি লিটার সয়াবিন তেল কিনতে পাচ্ছে। একই ভাবে সকল পণ্য প্রতিকেজিতে ২০ থেকে ৩০ টাকা ভর্তুকি দেয়া হচ্ছে। বিভিন্ন ইউনিয়নের ক্রেতা সাধারণের সাথে কথা বলে জানা যায়, এলাকার মানুষ ন্যায্যমূল্যের দোকান থেকে উপকৃত হচ্ছে। গরীর ও মধ্যবিত্ত শ্রেণির মানুষরা এসব দোকান থেকে উপকার পাচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধস্বেচ্ছাসেবক লীগ নেতার সুস্থতা কামনায় দোয়া মাহফিল
পরবর্তী নিবন্ধকরোনা টেস্ট ও টিকাদান নিবন্ধন বুথ উদ্বোধন