কম্বোডিয়ার হামলায় এক সেনাসহ ১২ জন নিহত : থাইল্যান্ড

| শুক্রবার , ২৫ জুলাই, ২০২৫ at ৫:১৫ পূর্বাহ্ণ

কম্বোডিয়ার সেনাদের সঙ্গে সীমান্ত সংঘর্ষে সামরিক বাহিনীর এক সদস্যসহ ১২ জন নিহত এবং ১৪ বেসামরিক আহত হয়েছেন বলে থাইল্যান্ডের কর্তৃপক্ষ জানিয়েছে। খবর বিডিনিউজের। থাই কর্তৃপক্ষের বরাতে বিবিসি জানিয়েছে, থাইল্যান্ডের পূর্বাঞ্চলীয় শ্রীসাকেত প্রদেশে ১৫ বছর বয়সী এক কিশোরসহ আট বেসামরিক ও সামরিক বাহিনীর একজন সদস্য নিহত হয়েছেন। সুরিন প্রদেশে আট বছর বয়সী এক বালকসহ দুইজন নিহত হয়েছেন এবং উবন রচাথানি প্রদেশে একজন বেসামরিক নিহত হয়েছেন। যে ১৪ জন বেসামরিক আহত হয়েছেন তাদের মধ্যে পাঁচ বছর বয়সী এক বালকও আছে। থাইল্যান্ড অভিযোগ করেছে, কম্বোডিয়ার সেনারা থাই গ্রামগুলোতে ও একটি হাসপাতালে রকেট নিক্ষেপ করেছে। এর জবাবে থাইল্যান্ড এফ১৬ যুদ্ধবিমান নিয়ে কম্বোডিয়ার সামরিক লক্ষ্যস্থলগুলোতে আঘাত হেনেছে। থাইল্যান্ড কম্বোডিয়ার সঙ্গে তাদের পুরো সীমান্ত বন্ধ করে দিয়ে সীমান্তের কাছে বসবাসকারী নাগরিকদের সেখান থেকে সরে আসার নির্দেশ দিয়েছে। অপরদিকে কম্বোডিয়া থাইল্যান্ডের বিরুদ্ধে অতিরক্তি শক্তিপ্রয়োগ করার অভিযোগ তুলেছে। তবে তারা তাদের পক্ষে কতোজন হতাহত হয়েছেন তা প্রকাশ করেনি। বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল সাড়ে ৭টার পর সীমান্তের কাছে থাই সেনা অবস্থানে নজরদারি করতে কম্বোডিয়া একটি ড্রোন মোতায়েন করে বলে জানিয়েছেন থাইল্যান্ডের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের (এনএসসি) মুখপাত্র।

পূর্ববর্তী নিবন্ধঘুমের মধ্যেই প্রাণ গেল গাজার এক ক্ষুধার্ত পরিবারের সবার
পরবর্তী নিবন্ধরাশিয়ায় উড়োজাহাজ বিধ্বস্ত ৪৯ আরোহীর সবাই নিহত