নগরের গরীব উল্লাহ শাহ মাজার সংলগ্ন কে–স্কয়ার কমিউনিটি সেন্টারের সামনে রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি মিনিবাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। গত রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় বাসটিতে কোনো যাত্রী ছিল না। কে বা কারা আগুন দিয়েছে তা তাৎক্ষণিক শনাক্ত করতে পারেনি পুলিশ। আগুন লাগার খবর পেয়ে রাত ৯টা ৫০ মিনিটে ঘটনাস্থলে আসে ফায়ার সার্ভিস। প্রায় ৪০ মিনিট চেষ্টা চালিয়ে সাড়ে ১০টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে বলে আগ্রাবাদ ফায়ার স্টেশনের কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে। নিয়ন্ত্রণ কক্ষের অপারেটর আজাদীকে বলেন, আগুন লাগার কারণ তদন্ত সাপেক্ষে জানা যাবে।
ঘটনাস্থলে আসা আগ্রাবাদ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা খান খলিলুর রহমান উপস্থিত সাংবাদিকদের বলেন, বাসটি গ্যাসচালিত। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভানোর পাশাপাশি গ্যাসের সিলিন্ডারের সংযোগটি বিছিন্ন করেন। বাসের জানালার কাচ, আসনসহ সবকিছু পুড়ে গেছে।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল হাওলাদার আজাদীকে বলেন, নাশকতা নাকি অন্য কিছু সেটা খতিয়ে দেখতে আশেপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে। বাস চালক ও হেলপার ঘটনাস্থলে ছিল না। পরে চালককে খুঁজে বের করেছি। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এদিকে স্থানীয় সূত্রে জানা গেছে, বাসটিতে করে বিয়ের বরযাত্রী আনা হয়েছিল। বরযাত্রী নামিয়ে দিয়ে ঘটনাস্থলে পার্কিং করে রাখা হয় সেটি।
এদিকে ঘটনার পরপর সিডিএ এভিনিউর দামপাড়া থেকে জিইসি পর্যন্ত যান চলাচল বন্ধ হয়ে যায়। আগুন নেভানোর পর চলাচল স্বাভাবিক হয়।