কমার্স কলেজ প্রাক্তন ছাত্র সমিতির নির্বাহী কমিটির সভা

| মঙ্গলবার , ৬ ফেব্রুয়ারি, ২০২৪ at ৮:২৯ পূর্বাহ্ণ

সরকারী কমার্স কলেজ প্রাক্তন ছাত্র সমিতির নির্বাহী কমিটির এক সভা গতকাল আজাদী মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা সমিতির সহসভাপতি আবুল হাশেম। সভা সঞ্চালনায় ছিলেন তৈয়বুর রহমান। সভায় জীবন সদস্যদের পরিবার নিয়ে বাৎসরিক পারিবারিক মিলনমেলা ২০২৪ করার সিদ্ধান্ত নেয়া হয়। উক্ত মিলনমেলাকে সফল করার জন্য আহবায়ক নির্বাচন করা হয় হারুন ইউচুপকে। সদস্য সচিব নির্বাচিত হন আবু ফয়সাল চৌধুরী। সভায় আসন্ন পবিত্র রমাদান উপলক্ষে একটি ইফতার পার্টি আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়। ইফতার পার্টি সফল করার জন্য মো. রাশেদুল আমীনকে আহবায়ক এবং সাইফুল আলম খাঁনকে সদস্য সচিব নির্বাচিত করা হয়।

এছাড়া সভায় জীবন সদস্য নওশাদ আলমের মাতা জীবন সদস্য জুলকার নাইন মাহমুদ সুমন, হুমায়ুন কবির ঢালীর মাতা এবং দৈনিক আজাদীর ব্যবস্থাপক মঈনুল আলম বাদলের মৃত্যুতে শোক প্রস্তাব গৃহীত হয়। সভায় বক্তব্য রাখেন অধ্যাপক দিলীপ কান্তি দাশ, আবু জাফর, প্রফেসর আবু মো. রহিম উল্লাহ, ..ম ওয়াহিদ দুলাল, হাসান মুরাদ বিপ্লব, হারুন ইউচুপ, সৌরভ বড়ুয়া রয়েল, সাইফুল আলম খান, নওশাদ আরম চৌধুরী, গোপাল পাল, জিয়াউদ্দিন আসিফ, এডভোকেট মাহবুবুল ইসলাম, বিলকিস বানু পলি, মোহসেন আলী মহসিন, মাখন লাল দাশ, মাঈনুল ইসলাম চৌধুরী, মনোরঞ্জন সাহা, মফিজ উদ্দিন আহমেদ, মোঃ তাজুল ইসলাম, মোহাম্মদ হাফিজুর রহমান, সৈয়দ মফিজুর রহমান, মাহমুদ হাসান খান জগলুল, শাহরিয়ার মাহমুদ খান, হামিদুর রহমান, মাহমুনুল হক চৌধুরী, মোঃ আবুল ফয়সাল চৌধুরী, মঈনউদ্দিন মাহমুদ চৌধুরী, হারুনুর রশিদ রিয়াদ, তানভির আহম্মদ রিংকু, ইয়াসির আরাফাত, একরাম উল্যা চৌধুরী রনি প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধডায়মন্ড সিমেন্টের ডিলার সম্মেলেন
পরবর্তী নিবন্ধলোহাগাড়ায় পৃথক দুর্ঘটনা, ৩ মোটরসাইকেল আরোহী আহত