কমান্ডার আবদুর রহমান মাস্টার

| মঙ্গলবার , ১২ আগস্ট, ২০২৫ at ৭:১০ পূর্বাহ্ণ

ফটিকছড়ি উপজেলার সমিতিরহাট নিচিন্তাপুর কেশব আলী সারেং বাড়ির হাফিজুর রহমানের পুত্র মুক্তিযোদ্ধা কমান্ডার মো. আবদুর রহমান মাস্টার (৭২) গত রোববার সকাল ৬টায় নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহেরাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র ও চার কন্যাসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। তিনি দীর্ঘদিন ধরে ক্যানসারে আক্রান্ত ছিলেন। ওইদিন বিকাল ৪টায় আবদুর রহমান মাস্টারের দীর্ঘদিনের কর্মস্থল সমিতিরহাট ইসলামিয়া আলিম মাদ্রাসা ময়দানে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে গার্ড অব অনার শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। প্রসঙ্গত, আবদুর রহমান মাস্টার ১ নম্বর সেক্টরের সেক্টর কমান্ডার মেজর রফিকুল ইসলাম বীর উত্তমের অধীনে যুদ্ধ করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধব্যাংকার আহম্মেদ সাইফুদ্দিন খালেদ খসরুর ইন্তেকাল, জানাজা আজ
পরবর্তী নিবন্ধমিয়ানমারে পাচারকালে ৭৫০ বস্তা সিমেন্ট জব্দ