কমরেডকে হারিয়ে লাকী স্টারের প্রথম জয়

ক্রীড়া প্রতিবেদক | বুধবার , ১৭ নভেম্বর, ২০২১ at ১১:০৮ পূর্বাহ্ণ

সিজেকেএস-সিডিএফএ আয়োজিত অনুপ বিশ্বাস প্রথম বিভাগ ফুটবল লিগে প্রথম জয়ের দেখা পেয়েছে ফিরিঙ্গীবাজার লাকী স্টার ক্লাব। গতকাল মঙ্গলবার এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের একমাত্র খেলায় ফিরিঙ্গীবাজার লাকী স্টার ২-০ গোলে আগ্রাবাদ কমরেড ক্লাবকে পরাজিত করে। প্রথম দুটি খেলায় হেরে যাওয়ার পর গতকাল প্রথম জয় পেয়ে পূর্ণ তিন পয়েন্ট ঘরে তুলেছে লাকী স্টার ক্লাব। ৩ খেলা শেষে তাদের পয়েন্ট ৩। অন্যদিকে আগ্রাবাদ কমরেড ক্লাব তিন খেলা শেষে মাত্র ১ পয়েন্ট অর্জন করেছে। প্রথম খেলায় হেরে যাওয়ার পর দ্বিতীয় খেলায় তারা কল্লোল সংঘের সাথে ড্র করে। তিন খেলা শেষে ১ পয়েন্ট পেয়েছে আগ্রাবাদ কমরেড ক্লাব। গতকাল খেলার শুরু থেকেই ফিরিঙ্গীবাজার লাকি স্টার ক্লাব বেশ চাপ সৃষ্টি করে আগ্রাবাদ কমরেড ক্লাবের উপর। তুলনায় আগ্রাবাদ কমরেড ক্লাব খুব বেশি উপরে উঠতে পারেনি। তবে বিরতির পর গোল পরিশোধের দারুন সুযোগ পেয়েছিল কমরেড ক্লাব। তবে তা কাজে লাগাতে পারেনি তারা। গতকাল খেলার ষষ্ঠ মিনিটে প্রথম আক্রমণে যায় ফিরিঙ্গীবাজার লাকী স্টার ক্লাব। কিন্তু কমরেড গোলকিপার তা সহজে লুফে নিয়ে দলকে বিপদমুক্ত করে। ১৩ মিনিটে লাকী স্টারের হেডের মাধ্যমে গোল করার প্রচেষ্টা বিপদমুক্ত করে আবারো কমরেডের গোলরক্ষক। তবে এরপরই আর রক্ষা পাওয়া হয়নি তাদের। ১৫ মিনিটের সময় লাকী স্টারের খেলোয়াড়কে অবৈধভাবে বাধা দেন কমরেডের খেলোয়াড়। তাতে রেফারি ফ্রি কিকের নির্দেশ দেন। লাকী স্টারের সোহান ফ্রি কিক নেন। তার ডান পায়ের শট কমরেড কিপারের মাথায় উপর দিয়ে কোনাকুনি জাল স্পর্শ করে (১-০)। এরপর আগ্রাবাদ কমরেড ক্লাব আক্রমন বাড়ালেও তা লাকী স্টারের রক্ষণভাগে এসে বাধাপ্রাপ্ত হয়ে ফিরে যায়।
দ্বিতীয়ার্ধেও ৬৭ মিনিটে গোল পরিশোধের দারুণ সুযোগ পায় আগ্রাবাদ কমরেডের আহসান হাবিব। কিন্তুু গোল বঙের সামনে ফাঁকা পেয়েও তিনি শট মারেন গোল পোস্টের উপর দিয়ে। আট মিনিট পর ব্যবধান দ্বিগুন করে ফিরিঙ্গীবাজার লাকী স্টার ক্লাব। ৭৫ মিনিটের দিকে বাম পাশ দিয়ে কোনাকুনি শটে গোল করেন আশরাফুল হক (২-০)। আরো পিছিয়ে গিয়ে বাকি সময় কমরেড ক্লাব কার্যকর কিছু করতে পারেনি। ফলে এই স্কোর লাইনেই পরাজয় নিয়ে মাঠ ছাড়তে হয় তাদের।
তৃতীয় রাউন্ড শেষে তিন জয়ে ৯ পয়েন্টে যৌথভাবে শীর্ষে রয়েছে শতদল ক্লাব ও পটিয়া উপজেলা ক্রীড়া সংস্থা। ৫ পয়েন্ট নিয়ে কর্ণফুলী ক্লাব দ্বিতীয় স্থানে। এছাড়া কল্লোল সংঘ ও আগ্রাবাদ নওজোয়ানের অর্জন ৪ পয়েন্ট করে। ৩ পয়েন্ট বাকলিয়া একাদশ, বাংলাদেশ রেলওয়ে রেঞ্জার্স ও লাকিস্টারের এবং ১ পয়েন্ট নিয়ে তলানিতে অবস্থান করছে রাইজিং স্টার ও আগ্রাবাদ কমরেড ক্লাব। গতকালের খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন ফিরিঙ্গি বাজার লাকী স্টার ক্লাবের সোহান হোসেন। তার হাতে ম্যান অব দ্যা ম্যাচের ক্রেস্ট প্রদান করেন সিজেকেএস কাউন্সিলর এস এম ইকবাল মোর্শেদ।
প্রথম বিভাগ ফুটবল লিগে আজ দুটি খেলা অনুষ্ঠিত হবে। বিকাল ৩টায় প্রথম খেলায় অংশ নেবে বাকলিয়া একাদশ এবং পটিয়া উপজেলা ক্রীড়া সংস্থা। বিকাল ৫টায় দ্বিতীয় খেলায় অংশ নেবে শতদল ক্লাব এবং কর্ণফুলী ক্লাব। দুটি খেলাই এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

পূর্ববর্তী নিবন্ধজাতীয় ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেটে চট্টগ্রাম চ্যাম্পিয়ন
পরবর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ৬৫.৯৩ কোটি টাকা