দৈনিক আজাদীর সহযোগী সম্পাদক কবি রাশেদ রউফের বড় বোন মজু আরা বেগম গত মঙ্গলবার দিবাগত রাত ১টায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে নগরীর মেহেদীবাগস্থ বাসায় ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহে…রাজেউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর। মৃত্যুকালে তিনি ৬ ভাই, ৪ বোন, ১ ছেলে, ৫ মেয়েসহ অনেক গুণগ্রাহী রেখে যান। গতকাল বুধবার রাত ৯ টায় পটিয়া কমল মুন্সি হাটস্থ মল্লপাড়া গ্রামের বাড়িতে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
মজু আরা বেগমের ইন্তেকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়। এক শোক বার্তায় প্রেস ক্লাব সভাপতি আলহাজ্ব আলী আব্বাস এবং সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ গভীর শোক প্রকাশ করে মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন। একইসঙ্গে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। প্রেস বিজ্ঞপ্তি।