আবৃত্তি ও মনন চর্চার সংগঠন উচ্চারক আবৃত্তি কুঞ্জের আয়োজনে আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় কবি প্রণয় কান্তির ৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষে প্রণয় কান্তি স্বারক বক্তৃতা ও সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। দামপাড়া এম এম আলী রোডের টেলেন্ট স্কুল অ্যান্ড কলেজে উচ্চারকের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিতব্য এই আয়োজনে ‘বিদ্রোহী কবিতার ভাষা’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করবেন অধ্যাপক শ্যামল কান্তি দত্ত।
প্রবন্ধের উপর আলোচনা করবেন কবি ও সাংবাদিক হাফিজ রশিদ খান এবং কবি ও অধ্যাপক আবু সাঈদ। এবার কবি প্রণয় কান্তি ফাউন্ডেশনের পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হচ্ছে কবি ও সাংবাদিক স্বপন দত্তকে। কবি অনুপমা অপরাজিতার সভাপতিত্বে, নাট্যজন স্বপন মজুমদার ও আবৃত্তিশিল্পী শামীমা ইয়াছমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখবেন উচ্চারক সভাপতি আবৃত্তিশিল্পী ও সাংবাদিক ফারুক তাহের। অনুষ্ঠানে কবি প্রণয় কান্তির কবিতা আবৃত্তি করবেন আবৃত্তিশিল্পী শিমুল নন্দী, সেঁজুতি দে, সুপ্রিয়া চৌধুরী, মুনমুন ভৌমিক, প্রতীক বড়ুয়া, মেহের নিগার, ইভু দত্ত, তারানা কবির মিতু, পূনম দত্ত, ইকরা বিনতে বিল্লাহ, হামিদ উদ্দীন ও ফারিহা ফেরদৌস। প্রেস বিজ্ঞপ্তি।