কবি নজরুল একাডেমির অনুষ্ঠান উদ্বোধন

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ৩১ মার্চ, ২০২২ at ১০:৫৭ পূর্বাহ্ণ

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে দুই দিন ব্যাপী চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতার আয়োজন করেছে কবি নজরুল একাডেমি চট্টগ্রাম। গতকাল বুধবার এ আয়োজনের উদ্বোধন করা হয়। নগরীর পাহাড়তলীর আমবাগান শেখ রাসেল পার্কে বেলুন উড়িয়ে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন সাংবাদিক ওয়াহিদ জামান।
আবৃত্তিশিল্পী জেবুন্নাহার শারমিনের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলিট পেইন্ট লিমিটেডের সিনিয়র ম্যানেজার এম এ মুকিত, চট্টগ্রাম শিল্পকলা একাডেমির প্রশিক্ষক সাইকা পারভিন ও শাহানা ফেরদৌস ডালিয়া, আবৃত্তি প্রশিক্ষক উম্মে সালমা নিঝুম ও কো-অর্ডিনেটর ফাল্গুনী সিকদার। অনুষ্ঠানে কবি নজরুল একাডেমি চট্টগ্রামের পরিচালক নূরনবী বলেন, কোমলমতি শিশুরা যাতে তাদের প্রতিভা তুলে ধরতে পারে সে জন্য আমরা প্রতিবছর শিক্ষার্থীদের নিয়ে এই আয়োজন করে থাকি। অনুষ্ঠানের একপর্যায়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্লে থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীরা স্বাধীনতা দিবসের সাথে সম্পৃক্ত বিষয়ের উপর চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নেন। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে গান, কবিতা, নৃত্য পরিবেশন করেন কবি নজরুল একাডেমির শিক্ষার্থীরা।

পূর্ববর্তী নিবন্ধ৬ ব্যক্তি ও ১ প্রতিষ্ঠানকে স্বাধীনতা স্মারক পদক দিচ্ছে চসিক
পরবর্তী নিবন্ধরোজার আগে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনুন : শাহাদাত