কবিতা উৎসবে প্রাণ ফিরে পেল শিল্পকলা

তারুণ্যের উচ্ছ্বাসের আয়োজন সম্পন্ন

| শনিবার , ২৭ নভেম্বর, ২০২১ at ৯:১৮ পূর্বাহ্ণ

‘চট্টগ্রাম কবিতার শহর’ এই প্রতিপাদ্য নিয়ে শিল্পকলায় শেষ হলো দুদিনের কবিতা উৎসব। গতকাল শুক্রবার বাচিক শিল্প চর্চা কেন্দ্র ‘তারুণ্যের উচ্ছ্বাস’ আয়োজিত এ উৎসবের সমাপনী দিনের অনুষ্ঠান শুরু হয় সকাল ১০টায়। প্রভাতী আয়োজনের আয়োজনের শুরুতেই ছিলো কবি-ছড়াকার-আবৃত্তিশিল্পী-সংস্কৃতিকর্মী সম্মিলন। এরপর বিকেল শিল্পকলা থেকে এমএম আলী সড়ক হয়ে কবিতার মিছিল শিরোনামের শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। বৈকালিক আয়োজনে ছিলো উৎসব সমাপনী এবং ‘শান্তনু বিশ্বাস স্মৃতি প্রণোদনা’ প্রদান অনুষ্ঠান। এ বছর প্রণোদনা গ্রহণ করেন নন্দিত আবৃত্তি ও অভিনয়শিল্পী মুবিদুর রহমান সুজাত। এ পর্বে প্রধান অতিথি ছিলেন আবৃত্তিশিল্পী ও অভিনেতা জয়ন্ত চট্টোপাধ্যায়। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আবৃত্তিশিল্পী সংসদের সদস্য সচিব অধ্যাপক রূপা চক্রবর্ত্তী, নাট্যজন শিশির দত্ত, নাট্যজন শুভ্রা বিশ্বাস এবং জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সাইফুল আলম বাবু।
এ সময় আবৃত্তিশিল্পী ও অভিনেতা মুবিদুর রহমান সুজাতের হাতে সম্মান প্রণোদনার স্মারক, উত্তরীয়, শান্তনু বিশ্বাসের বই এবং ৫ হাজার টাকার চেক তুলে দেয়া হয়। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন তারুণ্যের উচ্ছ্বাস স্থায়ী পরিষদ সদস্য মোহাম্মদ জোবায়োর এবং সুহৃদ সজল চৌধুরী। এদিন আবৃত্তি করেন আবৃত্তিশিল্পী বেলায়েত হোসেন, ড. শাহাদাত হোসেন নিপু, মাশকুর এ সাত্তার কল্লোল, নাজমুল আহসান, আবু নাছের মানিক, ফারুক তাহের, মাসুম আজিজুল বাসার, সুকান্ত গুপ্ত, অম্লান অভি, কুমার লাভলু, ইমরান সাগর, মিসবাহিল মোকার রাবিন, মো. আসাদুজ্জামান রুবেল, পলি পারভীন, জলি চৌধুরী, অনন্যা চৌধুরী, জাভেদ হোসেন, রেনিয়া চৌধুরী, উমে সিং মারমা, বোরহান উদ্দীন রাব্বানী, ইকবাল হোসেন জুয়েল, উম্মে সালমা নিঝুম, ঐশি পাল, সুপ্রিয়া চৌধুরী, শুভাশীষ শুভ, জেবুন নাহার শারমিন, সুমি চৌধুরী, বর্ষা চৌধুরী, এএসএম এরফান। কবিতাপাঠ করেন অভীক ওসমান, সেলিনা শেলী, ফারহানা আনন্দময়ী, জিন্নাহ চৌধুরী, ওমর কায়সার, কামরুল হাসান বাদল, বিশ্বজিৎ চৌধুরী, শামীম হাসান, মনিরুল মনির, বিজন মজুমদার, সুলতানা নুরহাজার রোজী, খালেদ হামিদী, রিমঝিম আহমেদ, আজিজ কাজল, শেখর দেব, অনুপমা অপরাজিতা, হাফিজ রশিদ খান, আশিষ সেন, জয়ন্ত জিল্লু, সাজিয়া আফরিন, ফাউজুল কবির, শাহীন মাহমুদ। ছড়াপাঠ করেন ছড়াকার আখতারুল ইসলাম, আবু তসলিম, বিপুল বড়ুয়া, লিটন কুমার চৌধুরী, এমরান চৌধুরী, অমিত বড়ুয়া। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপাহাড়ে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে
পরবর্তী নিবন্ধচসিকের দুই উন্নয়ন প্রকল্প পরিদর্শনে মেয়র