কবিতায় মনের কথা প্রকাশ ফারিণের

| রবিবার , ২০ জুলাই, ২০২৫ at ৯:২৮ পূর্বাহ্ণ

চলতি সময়ের শোবিজ তারকাদের মধ্যে অন্যতম তাসনিয়া ফারিণ। ইতোমধ্যেই নিজেকে প্রমাণ করেছেন একজন সুঅভিনেত্রী হিসেবে। খবর বাংলানিউজের।

কাজের বাইরে সময় পেলেই ঘুরতে ভালোবাসেন তিনি। বর্তমানে দেশের বাইরে রয়েছেন ফারিণ, সেখান থেকেই কবিতার লাইনে লাইনে মনের কথা তুলে ধরেছে। সমপ্রতি ফারিণ বেড়াতে গেছেন বলকান অঞ্চলের দেশ মন্টিনিগ্রো। সেখানকার কোটর উপসাগরের তীর থেকে কয়েকটি ছবি পোস্ট করেছেন ফেসবুকে। উচ্ছল হাসিমাখা ছবিগুলোর সঙ্গে জুড়ে দিয়েছেন একটি কবিতা। যেটাতে ফুটে উঠেছে প্রিয়জনের প্রতি তার ভালোবাসার কথা।

ফারিণের লেখা কবিতা এমনবেশি কিছু চাই না আমি, এক টুকরো আকাশ, দূর পাহাড়ে ছোট্ট বাড়ি, মেঘের হাওয়াই মিঠাই বানিয়ে, তোমায় খাওয়াতে পারি। যদি হতে চাও সঙ্গী চশমা নিও রঙ্গিন, ফিরতে চাইলে তোমার সাথে জীবনের আড়ি, তোমায় দেওয়ার আছে শুধু জায়গাটুকু আমার ছোট্ট মেঘের বাড়ির’। এমন কাব্যিক কিছু কথায় ভাবনার প্রকাশ সঙ্গে ছবিগুলো তার ভক্তরাও বেশ পছন্দ করেছে।

পূর্ববর্তী নিবন্ধসুকণ্ঠ সংগীত বিদ্যার্থী পরিষদের যাত্রা শুরু
পরবর্তী নিবন্ধবর্ষার সন্ধ্যায় রক্তকরবীর শ্রোতার আসর