তারুণ্যের উচ্ছ্বাস পথচলার ১৮বছরে পদার্পণ করছে। এ উপলক্ষে সংগঠনটি আয়োজন করেছে বছরব্যাপী অনুষ্ঠানমালা। গতকাল বৃহস্পতিবার নগরীর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়ে গেল এ অনুষ্ঠানমালার প্রথম নিবেদন ‘কবিতার জন্যে অহোরাত্র যুথবদ্ধ মায়া’ শিরোনামের শতকন্ঠে আবৃত্তি। এতে ১০০টি কবিতা আবৃত্তি করেন তারুণ্যের উচ্ছ্বাসের ১০০ সদস্য। সন্ধ্যায় শ্রাবণী দাশগুপ্তার সঞ্চালনায় ও মোহাম্মদ জোবায়েরের সভাপতিত্বে অনুষ্ঠানে সুহৃদ সম্মাননা প্রদান করা হয় সাইফ চৌধুরী ও নাট্যজন সজল চৌধুরীকে। তাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেয়া। স্বাগত বক্তব্য দেন, মুজাহিদুল ইসলাম। শুভেচ্ছা বক্তব্য দেন, প্রবীর মহাজন। দ্বিতীয় পর্বে আবৃত্তি পরিবেশন করেন শিল্পীরা। প্রেস বিজ্ঞপ্তি।