কবিতার জন্মকথা

পংকজ দেব অপু | বৃহস্পতিবার , ৩০ নভেম্বর, ২০২৩ at ১০:২০ পূর্বাহ্ণ

ইজি চেয়ারে বসে

টাটকা কফির কাপে চুমু খেতে খেতে

আমি আমন্ত্রণ জানাই কবিতাকে

তুমি এসো আমার এ সাজানো ড্রয়িং রুমে’

কবিতা আমার আবেদনে

মোটেও সাড়া দেয় না

আবারও আমার বিনীত সম্ভাষণ

কবিতা তুমি এসো’

আমার আহ্বানে কর্ণপাত করে না কবিতা

যেন আমার উপর অভিমান করে

আমার মুখদর্শন করবে না

এ রকম প্রতিজ্ঞায় অবিচল সে ;

হঠাৎ দরোজায় টোকা

অতিথির আগমনপ্রতীক্ষায় উদ্বিগ্ন আমি

দরোজা খুলতেই দেখি

শত ছিন্ন পোশাকে এক ভিখিরি

অভিশপ্ত এ শরীরকে অতি কষ্টে

টেনে নিয়ে এসেছে মানুষের দুয়ারে।

জন্মই বুঝি আজন্ম পাপ’

অপ্রিয় এ সত্যকে

পোশাকে ধারণ করে

কাতর নয়নে তাকিয়ে আছে আমার দিকে।

এতক্ষণে কবিতা এসে

দাঁড়ায় আমার মুখোমুখি

মুগ্ধ চোখে আমি কবিতার

চোখে চোখ রাখি

কিছু অসাধারণ উপমা

কিছু অনন্য চিত্রকল্প

আর কিছু অনুপম শব্দ

কলমের মুখে ভিড় করে

বাল্মীকির অভিশাপের মতো

কষ্টের আঁতুরঘরে

জন্ম নেয় কবিতা।

পূর্ববর্তী নিবন্ধকাইয়ুম চৌধুরী : প্রচ্ছদ শিল্পের অন্যতম পথিকৃৎ
পরবর্তী নিবন্ধকতোকাল এ আকাল আর