কন্টেনার ডিপোতে থাকা গাড়ির কাগজপত্র চুরি

শান্তিবাগ থেকে চক্রের এক সদস্য গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | বুধবার , ১৯ জানুয়ারি, ২০২২ at ১০:৪০ পূর্বাহ্ণ

নগরীর হালিশহর থানাধীন শান্তিনগর এলাকায় অভিযান চালিয়ে কাভার্ডভ্যান থেকে পণ্যবাহী গাড়ির কাগজপত্র চুরির সঙ্গে জড়িত চোর চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। গ্রেপ্তার সাইফুল ইসলাম ওরফে রাজু (৩৪) নগরীর শান্তিবাগ শ্যামলী আবাসিক এলাকায় থাকেন। তার বাড়ি নোয়াখালীর কবির হাট উপজেলায়।
নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (বন্দর) নোবেল চাকমা জানান, গ্রেপ্তার রাজু বিভিন্ন কন্টেনার ডিপোতে থাকা গাড়ির কাগজ চুরি করে মালিককে ফোন করে টাকা দাবি করত। টাকা পেলে কাগজ ফিরিয়ে দিত, অন্যথায় নষ্ট করে ফেলত। রাজু আগে কাভার্ড ভ্যানের চালক ছিলেন। ২০১০ সাল থেকে আজিম নামে এক ব্যক্তির সঙ্গে গাড়ির কাগজপত্র চুরি শুরু করেন। পরে সে আজিমের কাছ থেকে সরে গিয়ে ইয়াছিনের সঙ্গে গাড়ির কাগজ চুরি করা শুরু করে। আবার বিভিন্ন সময় নিজে একাই গাড়ির কাগজপত্র চুরি করেন। তবে গত ১২ বছরে সে কী পরিমাণ গাড়ির কাগজ চুরি করেছেন তার কোনো হিসাব দিতে পারেননি বলে জানান গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার। এর আগে গত বছর নভেম্বরে কাপজপত্র চুরির কাজে তার সঙ্গে থাকা মো. ইয়াছিন নামে একজনকে গ্রেপ্তার করা হলেও রাজু পলাতক ছিলেন বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

পূর্ববর্তী নিবন্ধওমিক্রনেই কি মহামারি শেষ!
পরবর্তী নিবন্ধজেলের জালে অজ্ঞাত ব্যক্তির লাশ