কনসার্টে ফিরছেন জাস্টিন বিবার

| শুক্রবার , ২২ জুলাই, ২০২২ at ৬:৫১ পূর্বাহ্ণ

মুখ ডান পাশ পক্ষাঘাতে আক্রান্ত হওয়ায় দেড় মাস বিরতি দিয়ে কনসার্টে ফিরছেন কানাডার পপ সংগীতশিল্পী জাস্টিন বিবার। ২৮ বছর বয়সী তারকা গায়কের একজন প্রতিনিধির বরাতে ভ্যারাইটি জানিয়েছে, ৩১ জুলাই ইতালিতে শো করবেন তিনি।

দেড় মাস আগে যুক্তরাষ্ট্রে ‘জাস্টিস’ ওয়ার্ল্ড ট্যুর চলাকালে র‌্যামসে হান্ট সিন্ড্রোমে আক্রান্ত হওয়ার খবর জানিয়ে সব ধরনের শো থেকে নিজেকে সরিয়ে নেন বিবার। খবর বিডিনিউজের।

শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় এখন ট্যুরের বাকি কনসার্টের ফিরছেন তিনি। ইতালির পর দক্ষিণ আফ্রিকা, মধ্যপ্রাচ্য, এশিয়া, অস্ট্রেলিয়া ও ইউরোপেও তিনি শো করবেন। সিএনএন জানিয়েছে, স্থগিত হওয়া যুক্তরাষ্ট্রের শো কবে হবে-তা শিগগিরই জানানো হবে। জাস্টিন বিবার ফেব্রুয়ারিতে করোনাভাইরাসেও আক্রান্ত হয়েছিলেন।

পূর্ববর্তী নিবন্ধআবারও বিয়ে করলেন পূর্ণিমা
পরবর্তী নিবন্ধশিশুদের ‘অস্কার’খ্যাত কিডস্ক্রিন পুরস্কার জিতল সিসিমপুর