মুজিববর্ষ সিজেকেএস-কনফিডেন্স সিমেন্ট ১ম বিভাগ ক্রিকেট লিগের সুপার ফোরের শেষ খেলাতেও রাইজিং স্টার জুনিয়র জয় পায়। গত রোববার এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় তারা ৬ উইকেটে শতদল জুনিয়রকে হারিয়ে দেয়। এর আগেই সর্বাধিক পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়নশিপ নিশ্চিত করে রাইজিং স্টার জুনিয়র। খেলায় শতদল জুনিয়র টসে জিতে প্রথমে ব্যাট করে ৩৫.৫ ওভারে ৯১ রান তুলে অলআউট হয়। রাইজিং স্টারের রহিম ১৩ রানে ৬টি উইকেট দখল করেন। জবাবে রাইজিং স্টার ১৯.৪ ওভার ব্যাট করে ৪ উইকেট হারিয়ে ৯৪ রান তুলে নেয়। রাইজিং স্টার জুনিয়র আগামী মৌসুমে সিজেকেএস প্রিমিয়ার ক্রিকেট লিগে অংশগ্রহণ করবে। এদিন মহিলা কমপ্লেঙ মাঠে অনুষ্ঠিত অপর খেলায় কোয়ালিটি স্পোর্টস ক্লাব ৭৯ রানে শতদল ক্লাবকে পরাজিত করে। টসে জিতে কোয়ালিটি প্রথমে ব্যাট করে ৪২.৫ ওভার খেলে ২৩৭ রানে অলআউট হয়। জবাবে শতদল ক্লাব ৪২.৪ ওভার খেলে ১৫৮ রানে সবাই আউট হয়ে যায়। দ্বিতীয় সর্বোচ্চ পয়েন্ট পেয়ে লিগে রানার্স আপ হয় কোয়ালিটি স্পোর্টস ক্লাব। খেলা শেষে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সিজেকেএস সাধারণ সম্পাদক আ.জ.ম নাছির উদ্দীন প্রধান অতিথি হিসেবে বিজয়ী ও বিজিত দলকে ট্রফি প্রদান করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্পন্সর প্রতিষ্ঠান কনফিডেন্স সিমেন্ট লি: এর ভাইস চেয়ারম্যান রূপম কিশোর বড়ুয়া। সিজেকেএস নির্বাহী সদস্য ও ক্রিকেট কমিটির সম্পাদক এ.কে.এম আবদুল হান্নান আকবরের সঞ্চালনায় উপস্থিত ছিলেন সিজেকেএস সহ-সভাপতি দিদারুল আলম চৌধুরী, মো. হাফিজুর রহমান, যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম ও মো. মশিউর রহমান চৌধুরী, নির্বাহী সদস্য আবুল হাসেম, গোলাম মহিউদ্দীন হাসান, মোহাম্মদ শাহজাহান, নাসির মিঞা, ক্রিকেট কমিটির যুগ্ম সম্পাদক শওকত হোসাইন, ইঞ্জিনিয়ার জসিম উদ্দিন, সিজেকেএস কাউন্সিলর মকসুদুর রহমান বুলবুল, আকতারুজ্জামান, নোমান আলম মাহমুদ, রায়হান উদ্দিন রুবেল, আব্দুল্লাহ আল মামুন, নুরুল ইসলাম নুরু, তিমির বরণ চৌধুরী, আব্দুর রশিদ লোকমান, আবু জাহেদ, জাহেদ হোসেন, আঞ্জুমান আরা বেগম, মোহাম্মদ সরওয়ার আলম চৌধুরী প্রমুখ।