কনফিডেন্স সিমেন্ট ১ম বিভাগ ক্রিকেট লিগে উল্লাস ক্লাব জিতেছে। গতকাল রোববার মহিলা কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত খেলায় উল্লাস ক্লাব ৮ উইকেটে লিটল ব্রাদার্সকে পরাজিত করে। টসে জিতে লিটল ব্রাদার্স প্রথমে ব্যাট করতে নামে। উল্লাস ক্লাবের বোলিং তোপে সুবিধা করতে পারেনি তারা। ৪০.৩ ওভার খেলে মাত্র ১০৬ রান তুলে অল আউট হয়ে যায় লিটল ব্রাদার্স। দলের হয়্যে সর্বোচ্চ রান করেন জাবের হুসেন। ৪৯ বল খেলে ৩৫ রান করেন তিনি। এছাড়া দুই ওপেনার মো. আরমান ১১ এবং তানভীর লতিফ ১২ রান করেন। অন্যদের মধ্যে খালেদ বিন শাহিন এবং অধিনায়ক ওসমান গনি প্রত্যেকেই ১০ রান করে সংগ্রহ করেন। অতিরিক্ত রান হয় ১১। উল্লাস ক্লাবের আশিক মোস্তফা ১৬ রান দিয়ে ৪টি উইকেটের পতন ঘটান। নাহিদ হাসান ১১ রান দিয়ে ৩টি উইকেট লাভ করেন। মো. ইরফান ২টি এবং রবিউল হোসেন ১টি উইকেট নেন। জবাব দিতে নেমে উল্লাস ক্লাব ২৩.২ ওভার খেলে মাত্র দুই উইকেট খুঁইয়ে ১০৭ রান তুলে নেয়। ওপেনার পিনন শর্মা ১০ রান করে ফিরে গেলেও অপর ওপেনার আবু নাসের হৃদয় ৫৯ রান করে অপরাজিত থাকেন। হৃদয় ৬৭ বল খেলে ৫টি চার এবং ৪টি ছক্কা হাঁকান। তাকে যোগ্য সহায়তা দেন রবিউল হোসেন। রবিউল ২৬ রানে অপরাজিত থাকেন। অতিরিক্ত রান হয় ১২। লিটল ব্রাদার্সের জাবের হুসেন ২৩ রান দিয়ে ২টি উইকেট নেন।