কনফিডেন্স সিমেন্ট আন্তঃ উপজেলা ফুটবলের খেলোয়াড় বাছাই কার্যক্রম উদ্বোধন

| শুক্রবার , ৩ ডিসেম্বর, ২০২১ at ৬:৪১ পূর্বাহ্ণ

মুজিববর্ষ সিজেকেএস-কনফিডেন্স সিমেন্ট আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট (অনূর্ধ্ব-১৬) এর খেলোয়াড় বাছাই কার্যক্রম গত ১ ডিসেম্বর থেকে শুরু হয়েছে। সিজেকেএস সাধারণ সম্পাদক্ব আ.জ.ম. নাছির উদ্দীন প্রধান অতিথি হিসেবে খেলোয়াড় বাছাই কার্যক্রম উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন সিজেকেএস এর অতিরিক্ত সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন শামীম, যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, সিডিএফএ সভাপতি এস.এম শহীদুল ইসলাম, সহ-সভাপতি নজরুল ইসলাম লেদু, সাধারণ সম্পাদক আ.ন.ম. ওয়াহিদ দুলাল, সিজেকেএস নির্বাহী সদস্য ও ফুটবল সম্পাদক মোহাম্মদ শাহজাহান, সিজেকেএস নির্বাহী সদস্য হাসান মুরাদ বিপ্লব, সিজেকেএস কাউন্সিলর মকসুদুর রহমান বুলবুল, ইঞ্জিনিয়ার জসিম উদ্দিন, রায়হান উদ্দিন রুবেল, বাছাই উপ-কমিটির সদস্য দেবাশীষ নন্দীসহ বাছাই কার্যক্রমে অংশগ্রহণকারী ফুটবল খেলোয়াড়বৃন্দ।

পূর্ববর্তী নিবন্ধসিজেকেএস প্রিমিয়ার ও ১ম বিভাগ কাবাডি লিগের উদ্বোধন আজ
পরবর্তী নিবন্ধবঙ্গবন্ধু জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপে আজ রাঙামাটির মুখোমুখি চট্টগ্রাম