চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় ও কনফিডেন্স সিমেন্ট এর আর্থিক পৃষ্ঠপোষকতায় মুজিব শতবর্ষ সিজেকেএস অনিরুদ্ধ বড়ুয়া অনি স্মৃতি আন্তঃস্কুল টেবিল টেনিস টুর্নামেন্ট চলতি মাসের শেষ সপ্তাহে অনুষ্ঠিত হবে। চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামস্থ জিমন্যাশিয়াম হলে অনুষ্ঠেয় এ টুর্নামেন্টে একক ও দ্বৈত ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এই টেবিল টেনিস টুর্নামেন্টে অংশ নিতে ইচ্ছুক চট্টগ্রামের স্কুল সমূহের সকল ছাত্র-ছাত্রীদেরকে অনুশীলনের মাধ্যমে শারীরিক ও মানসিক প্রস্ততি গ্রহনের জন্য সিজেকেএস টেবিল টেনিস কমিটির সম্পাদক মো. হারুন রশিদ অনুরোধ জানিয়েছেন।