কনকচাঁপা জন্মদিনে নতুন গান উপহার দিলেন

| মঙ্গলবার , ১২ সেপ্টেম্বর, ২০২৩ at ৭:৪১ পূর্বাহ্ণ

একজন সংগীতশিল্পীর কাছ থেকে বিশেষ দিনে গানই হতে পারে সেরা উপহার। তাইতো দেশের শ্রোতানন্দিত শিল্পী কনকচাঁপা তার এবারের জন্মদিনে সেই শ্রেষ্ঠ উপহারটি দিতে ভুল করেননি। দেশের তুমুল জনপ্রিয় শিল্পী কনকচাঁপা এবারের জন্মদিনে তার অসংখ্য ভক্তঅনুরাগীদের নতুন একটি গান উপহার দিয়েছেন। তার ভক্তরাও গানটি লুফে নিয়েছেন। গানটি তার ফেসবুক পেজেও প্রকাশ করেছেন কনকচাঁপা। কনকচাঁপার কণ্ঠের গানটির শিরোনাম, যেখানে তোমার পৃথিবী মুখর’। দেশের বরেণ্য গীতিকার মোহাম্মদ রফিকউজ্জামান গানটি লিখেছেন। এর সুর ও সংগীতায়োজন করেছেন কনকচাঁপার জীবনসঙ্গী সুরকার ও সংগীত পরিচালক মইনুল ইসলাম খান। গানটির অল্প কিছু অংশের ভিডিও কনকচাঁপা তার ফেসবুকে প্রকাশ করেছেন।