প্রাণের ক্যাম্পাসে প্রিয় বন্ধুর সঙ্গে আবার দেখা। ফের ফিরে এল সেই আনন্দের দিন। তাইতো ভোরের সূর্য উদিত হতেই বিদ্যালয়ের দিকে দলে দলে ছুটেন প্রাক্তন শিক্ষার্থীরা। গতকাল শনিবার রাউজানের কদলপুর আইয়িাল স্কুল ক্যাম্পাস ছিল উৎসবে উত্তাল।
স্কুলের ২০ বছর পূর্তি ও প্রথম পুনর্মিলনীতে পুরো ক্যাম্পাস সেজেছিলো বর্ণিল সাজে। জাতীয় সংগীতের মাধ্যমে প্রথম পুনর্মিলনী উৎসব উদ্বোধন করেন অতিথিবৃন্দ। এরপর শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ করে। বিদ্যালয় মাঠে সংবর্ধনা ও আলোচনা সভা স্কুল পরিচালনা কমিটির সভাপতি মফিজুল আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে স্বাগত বক্তব্য রাখেন স্কুলের প্রতিষ্ঠাতা সদস্য জসিম উদ্দিন চৌধুরী। প্রধান অতিথি ছিলেন রাজনীতিবিদ আনোয়ারুল ইসলাম। প্রধান আলোচক ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গনযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের বিভাগীয় প্রধান ড.কাজী এম.আনিছুল ইসলাম। প্রাক্তন ছাত্র পরিষদের সভাপতি মো.তারেক ও সাধারণ সম্পাদক কাজী কায়েছ উদ্দিনের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন সেন্ট্রাল বয়েজ অব রাউজানের সভাপতি সাইদুল ইসলাম, স্কুল পরিচালনা কমিটির সদস্য এস.এম খালেদ আনছারী, অধ্যাপক লিয়াকত আলী চৌধুরী, প্রকৌশলী আলাউদ্দিন চৌধুরী, শাহাজাদা ছৈয়দ মকছুদুল আলম শাহ, মাস্টার মো.আবু আহমদ, অধ্যক্ষ মো.ওমর ফারুক, সহকারি অধ্যক্ষ সুমন বড়ুয়া, উপজেলা কৃষকলীগ নেতা মো.এরশাদ, রাউজান প্রেস ক্লাবের সাবেক সভাপতি তৈয়ব চৌধুরী, সেন্ট্রাল বয়েজের সাধারণ সম্পাদক ইমতিয়াজ জামাল নকিব, মুক্তিযোদ্ধা কমান্ডার হাসেম চৌধুরী, শিক্ষিকা সাহেদা খানম চৌধুরী, শিক্ষক মো.এসকান্দর, ইউপি সদস্য হাসিনা লাভলী, এ্যানি বড়ুয়া, ইসমাইল হোসেন, শাহজান মুন্না, সাইফুল আলম, ইকবাল হোসেন, তৌহিদুল ইসলাম, মো.সাকিব, রবি, হাসনাত, আবু হাসান, মো.আবির, মো.ইমন, লাভলু প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।