কথা কাটাকাটির পর প্রবাসী যুবদলকর্মীর পায়ে গুলি

রাউজানের নোয়াজিশপুর

রাউজান প্রতিনিধি | বুধবার , ১৯ নভেম্বর, ২০২৫ at ৬:০০ পূর্বাহ্ণ

রাউজানের নোয়াজিশপুর ইউনিয়নে জাহেদ তালুকদার (৪৫) নামে এক প্রবাসী যুবদলকর্মী গুলিবিদ্ধ হয়েছেন। গতকাল সোমবার রাতে নতুন হাট বাজারে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, মাসখানেক ধরে জাহেদের সাথে স্থানীয় যুবদলকর্মী কালুর বিরোধ চলছিল। এলাকার বিভিন্ন ইস্যুতে গতকাল রাত ১২টার দিকে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এ সময় কালু উত্তেজিত হয়ে জাহেদের পায়ে গুলি করেন। এ সময় জাহেদ পড়ে যান। তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। তিনি ছয়সাত মাস আগে দেশে এসেছিলেন।

গুলিবিদ্ধ জাহেদ ওই ইউনিয়নের ২ নং ওয়ার্ডের তালুকদার পাড়ার কবির আহমদের ছেলে। বর্তমানে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। জানা যায়, উভয় পক্ষ গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারী।

রাউজান উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও নোয়াজিশপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুরুল হুদা বলেন, ঘটনা শুনেছি।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভুঁইয়া বলেন, জাহেদ তালুকদার নামে একজনকে কালু নামে একজন পায়ে গুলি করেছে বলে জেনেছি। তাকে গ্রেপ্তারে অভিযান চলছে।

পূর্ববর্তী নিবন্ধফটিকছড়িতে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে মানববন্ধন ও মশাল মিছিল
পরবর্তী নিবন্ধসব প্রার্থীর প্রার্থিতা বৈধ ঘোষণা