কথামালা-আবৃত্তিতে চট্টগ্রাম গণহত্যা দিবসে শহীদদের স্মরণ

বোধনের আয়োজন

| বুধবার , ২৭ জানুয়ারি, ২০২১ at ৭:৪০ পূর্বাহ্ণ

বোধনের আয়োজনে গত ২৪ জানুয়ারি চট্টগ্রাম গণহত্যা দিবস স্মরণে আদালত ভবন এলাকায় আলোচনা ও আবৃত্তি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানের শুরুতে শহীদস্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ ও প্রদীপ প্রজ্জ্বালন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বোধনের সভাপতি আবদুল হালিম দোভাষ। বক্তব্য দেন, দেওয়ান মাকসুদ আহমদ, অ্যাডভোকেট সুস্বপন কৃষ্ণ বিশ্বাস, অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, বঙ্গবন্ধু ফাউন্ডেশন চট্টগ্রাম জেলার সভাপতি পিনাকী দাশ, নাট্যব্যক্তিত্ব অ্যাডভোকেট দীপক চৌধুরী, সম্মিলিত আবৃত্তি জোট চট্টগ্রামের সভাপতি অঞ্চল চৌধুরী, বিএফইউএফজের সহ সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী। এতে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট নারায়ণ প্রসাদ বিশ্বাস, সুজিত রায়, প্রবীর পাল, শিমুল নন্দী, কবি শিপ্রা দাশ, মাইনুল আজম চৌধুরী, তৈয়বা জহির আরশি, সেহেলী হাসনাত, ইকবাল হোসেন প্রমুখ।
আবৃত্তি পরিবেশন করেন, অনির্বাণ চৌধুরী, জাভেদ হোসেন, অসীম দাশ, যশস্বী বণিক, সন্দীপন সেন একা, প্রিয়ন্তী বড়ুয়া, দুর্দানা মারজান, পৃথুলা চৌধুরী, অনিমেষ পালিত, তূর্ণা দাম, প্রজ্ঞা পারমিতা, মৃত্তিকা চক্রবর্তী, মেঘা সেন, সুমি মল্লিক ও হামিমা জামিল রুমা। অনুষ্ঠান সঞ্চালনা করেন বোধনের সাধারণ সম্পাদক প্রণব চৌধুরী। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধউত্তর সর্ত্তায় শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ
পরবর্তী নিবন্ধহারুয়ালছড়িতে ধর্মসভা