মা মরেছে–বাবা উধাও কোথায় কোথায় থাকা
কাকেই ডাকা মাসি–কাকি–মামা আবার জেঠাও কাকা।
অ–আই–কিছুই জানি না পারি না আঁকতে দাঁড়ি
উল্টো পাল্টা কেউ কি বলুক মোটেই দেবো না ছাড়ি।
কারো খুশি দেখতে দেখতে আমার কাটে সে বেলা
ছুটবো–খেলবো–বউচি–লুকো আহারে বাহারি খেলা।
নেই পিছুটান–বুকটান ছুটি বাহবা চাইনা কারো
আমাকে খুশিতে হাততালি দেয়া কাণ্ডখানা ছাড়ো।
নাম তো আছে জাত পাতে নেই সবখানে যাওয়া আসা
ডাকলে খাঁটি–মুনিশ কামলা হতে পারি আরো চাষা।
কেউ কাঁদছে–অমনি কাঁদি–বিপদে ঝাঁপিয়ে পড়ি
হারছে কেউ–দাঁড়াই পাশে কাঁধে হাত রেখে লড়ি।
শহর দেখিনি–বহর দেখিনি–গণ্ড গ্রামেই থাকা
তরু–লতা–ধুলো মেঠোপথ দেখে কতো ছবি আহা আঁকা।