আমার জগৎ ছোট। ওখানে কোন অচেনা ছোঁয়া নেই। দাম্ভিকতার চেয়ে আন্তরিকতা, অহংকারের চেয়ে নমনীয়তা ভালো লাগে। তর্কে না জড়িয়ে চুপ থাকতে ভালো লাগে। অর্থের চেয়ে আত্মার টান ভালো লাগে! সম্ভবত পৃথিবীর কঠিনতম কাজগুলোর একটি হচ্ছে সবচেয়ে কাছের প্রিয় মানুষের মুখোশের আড়ালে লুকিয়ে থাকা আসল মানুষটিকে দেখে ফেলার পর সেটা মানতে না পারা। সব জেনেও না জানার ভান করে থাকা। প্রচণ্ড কষ্ট পাবার পর, আঘাত পাবার পর, বিশ্বাস ভাঙার পর সবাই চিৎকার করে রাগারাগি করতে পারে না, হাউমাউ করে কেঁদে চোখ লাল করতে পারে না, ক্ষমা করে দেওয়ার মত উদার বা ক্ষমা না করে প্রতিশোধ নেওয়ার মত আশ্চর্য ক্ষমতাও সবার থাকে না। কারো কারো থাকে অস্পষ্ট তীব্র অভিমান। ভাষাহীন, চিৎকারহীন, অপ্রকাশ্য খুব গোপন অভিমান। নিজের সঙ্গে নিজেরই কোনো রক্তপাতহীন এক শীতল যুদ্ধ। যখন এ যুদ্ধে আপনি জয়ী হতে বিশ্বাসের ভাঙা টুকরোগুলোর উপর দিয়ে হাঁটতে হাঁটতে বেরিয়ে আসতে চাইবেন সম্পর্ক থেকে, ওরা তখন সমস্ত অপরাধের দায়ভার আপনাকে দেবে। ন্যূনতম অনুতপ্তবোধও তাদের চোখে থাকে না তখন। এমন আচরণ করবে ওরা যেন আপনিই প্রতারক।