কণ্ঠশিল্পী পাবেলের ‘সোনা বন্ধুরে’

| বুধবার , ২৮ জুলাই, ২০২১ at ১১:২৩ পূর্বাহ্ণ

কণ্ঠশিল্পী জাহেদ পারভেজ পাবেল। জনপ্রিয় সুপারহিট গান ‘বুক চিন চিন’ এরপর পবিত্র ঈদুল আযহা উপলক্ষে তৈরি হয়েছে ‘সোনা বন্ধুরে’। ঈদের পরদিন ২২ জুলাই গানটি ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে। ইতোমধ্যে গানটি ইউটিউব ও টিকটকে বেশ সাড়া ফেলেছে। গানটির কথা লিখেছেন যৌথভাবে নাসিফ ও জুয়েল মোর্শেদ। আদিব ও জুয়েল মোর্শেদের যৌথ সুরে গানটির সংগীতায়োজন করেছেন আদিব। র‌্যাপ করেছেন র‌্যাপস্টা দাদু। মডেল হিসেবে পারফর্ম করেছেন হামজা ও শাকিলা পারভিন। গানটির ভিডিও ধারণ করা হয়েছে কেরানীগঞ্জের বিভিন্ন লোকেশনে। গানটি পরিচালনা করেছেন রাজ বিশ্বাস।
গান প্রসঙ্গে পাবেল বলেন, ‘বুক চিন চিন’ এর পর ‘সোনা বন্ধুরে’ আমার নতুন ধামাকা এবং এটা আমার মৌলিক গান। গানটির মধ্যে বেশ মজা আছে এবং ভিডিওটিও মজার ও কালারফুল করার চেষ্টা করেছি। আশা করছি ‘বুক চিন চিন’ এর মতই গানটাকেও মানুষ একইভাবে ভালোবাসবে। ইতোমধ্যে বেশ সাড়া পাচ্ছি টিকটক ও ইউটিউবে। কৃতজ্ঞতা জানাই আমার প্রিয় বড় ভাই ও মেন্টর জুয়েল মোর্শেদ এবং প্রিয় মানুষ ও ধ্রুব মিউজিক স্টেশনের কর্ণধার ধ্রুব গুহ দাদার প্রতি। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধতনিমার পরিকল্পনা
পরবর্তী নিবন্ধসিনেমার নাম ‘কাগজ’