বাচিক শিল্পচর্চা কেন্দ্র কণ্ঠনীড়ের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী ছিল গত ১৩ নভেম্বর। ৯ বছর পূর্তি উপলক্ষে সংগঠনটি আয়োজন করে নব আনন্দে ‘নয়’ শিরোনামে সুহৃদ সমাবেশ। সংগঠনের এম এম আলী সড়কের নিজস্ব মিলনায়তনে ১৩ নভেম্বর শুরু হয় অনুষ্ঠান। ছিলো কথামালা, কবিতাপাঠ, আবৃত্তি, সঙ্গীত ও সদস্যদের স্মৃতিকথা।
কণ্ঠনীড়ের সভাপতি সেলিম রেজা সাগরের সঞ্চালনায় কথামালায় অংশ নেন কবি হোসাইন কবির, কবি আকতার হোসাইন, আবৃত্তিশিল্পী দেবাশীষ রুদ্র, নরেন আবৃত্তি একাডেমীর পরিচালক মিশফাক রাসেল, বোধন আবৃত্তি পরিষদের সাধারণ সম্পাদক এস এম আজিজুল ইসলাম ও শিশু সংগঠক সাজ্জাত হোসাইন। স্মৃতিকথা ও অনুভূতি প্রকাশ করেন কণ্ঠনীড়ের কানিজ ফাতেমা হীরা ও তাজুল ইসলাম। উপস্থিত ছিলেন বন্ধুপ্রতিম সংগঠনসহ বিভিন্ন সংগঠনের সতীর্থরা।
অতিথিরা বলেন, যে প্রত্যয় ও অঙ্গীকার নিয়ে কণ্ঠনীড় যাত্রা শুরু করেছিল সে পথ থেকে যেন সংগঠনটি বিচ্যুত না হয় সেদিকে লক্ষ রেখে সকল কর্মীকে কাজ করতে হবে। কবিতা পাঠ করে শোনান কবি উৎপল কান্তি বড়ুয়া ও সারাফ নাওয়ার। কথমালার সাথে চলতে থাকে আবৃত্তি পরিবেশনা। কণ্ঠনীড়ের সমৃদ্ধ বড়ুয়া দিপ্র, সাইদুল রাকিব, শারজিদা নূর, বিবি ফাতিহা আজমাইন ও আমিন্ত্রত অতিথি এটিএম সাইফুর রহমান আবৃত্তি করেন। সঙ্গীত পরিবেশন করেন রাইসুল ইসলাম। কেক কেটে ও সমবেত সঙ্গীত পরিবেশনার মধ্য দিয়ে শেষ হয় আনন্দময় সন্ধ্যার। প্রেস বিজ্ঞপ্তি।