কঠিন চ্যালেঞ্জ মোকাবেলায় নেতা কর্মীদের ভূমিকা রাখতে হবে

সম্মিলিত নাগরিক সমাজের সভায় নাছির

| রবিবার , ১২ মে, ২০২৪ at ১১:৪৮ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, শেখ হাসিনা সরকারের উন্নয়ন ও গতিশীল ধারা অব্যাহত রাখতে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের অগ্রণী ভূমিকা রাখতে হবে। সাধারণ জনগণের সমস্যা সমাধানে তাদের পাশে থেকে গরীব অসহায় মেহনতী মানুষের কল্যাণে কাজ করে যেতে হবে।

গত ১০ মে সন্ধ্যায় ৩১ নং আলকরণ ওয়ার্ড সম্মিলিত নাগরিক সমাজ আয়োজিত তৃণমূল নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী অপশক্তি সম্পূর্ণ নির্মূল না হওয়া পর্যন্ত বাংলাদেশ কখনো নিরাপদ নয়। সরকারের কঠিন চ্যালেঞ্জ মোকাবেলায় নেতাকর্মীদের ভূমিকা রাখতে হবে।

আওয়ামী লীগ নেতা সৈয়দ নুরুল আকবরের সভাপতিত্বে ও সিটি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস রফিকুল মান্নান জুয়েলের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন ওয়ার্ড আওয়ামী লীগ নেতা তারেক ইমতিয়াজ ইমতু, চট্টগ্রাম ওয়াসা সিবিএ’র সভাপতি মীর লোকমান, সিটি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি শওকত ওসমান মুন্না, সাবেক জিএস নাসির উদ্দিন, হ্যালো ডক্টরবাংলাদেশের প্রধান উপদেষ্টা ডা. সজীব তালুকদার, মহানগর যুবলীগ নেতা ইয়াছিন আরাফাত, ফুটপাত হকার্স সমিতির সভাপতি নুরুল আলম লেদু, মেট্রো হকার্স সমিতির সভাপতি হোসেন মিলন, চট্টগ্রাম হকার্স লীগের সাধারণ সম্পাদক হারুনুর রশীদ রনি, তারেক হারদার তারু, শাহ আলম ভূইয়া, স্থানীয় প্রতিনিধি বাপ্পি সেন, সিলসিলা সরকার শিলা, শ্রমিক লীগ নেতা মো. সবুজ, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা সোহেল আলম হিরু, শাহীন আহমেদ, আব্বাস রানা, সোহেল সাব্বির, শাহ আলম সিকদার, রাজীব দত্ত রাজু, মিঠু শীল, মহিউদ্দিন সানি, ইমরান শুভ, আদিত্য দাশ জয় প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআত্মহত্যা প্রতিরোধে একদল শিক্ষার্থীর উদ্যোগ
পরবর্তী নিবন্ধএসএসসির ফল প্রকাশ করলেন প্রধানমন্ত্রী