যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতীয় পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্ত ঘোষণার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার প্রথম মন্তব্যে জানিয়েছেন, তিনি তার দেশের কৃষকদের স্বার্থের বিষয়ে কখনোই আপস করবেন না। খবর বিডিনিউজের।
বৃহস্পতিবার নয়া দিল্লিতে এক অনুষ্ঠানে মোদী জানান, এরজন্য তাকে চড়া মূল্য দিতেও হলেও তিনি পিছু হটবেন না। এ দিন এর আগে ট্রাম্প ভারতের বিরুদ্ধে অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপ করেন। আগের আরোপ করা শুল্কের সঙ্গে নতুন শুল্ক মিলে যুক্তরাষ্ট্রে রপ্তানি করা ভারতীয় পণ্যের ক্ষেত্রে মোট শুল্ক দাঁড়িয়েছে ৫০ শতাংশ।
এটি যে কোনো মার্কিন বাণিজ্য অংশীদারের ওপর চাপানো সর্বোচ্চ শুল্কগুলোর মধ্যে অন্যতম, জানিয়েছে রয়টার্স। মোদী বলেছেন, আমাদের জন্য, আমাদের কৃষকের কল্যাণই সর্বোচ্চ অগ্রাধিকার। ভারত কখনোই তার কৃষক, পশুপালক ও মৎসজীবীদের স্বার্থের সঙ্গে আপস করবে না।
আর আমি জানি, ব্যক্তিগতভাবে এজন্য আমাকে বড় ধরনের মূল্য চোকাতে হতে পারে। ভারতের বিশাল কৃষিখাত ও পশুপালন খাত উন্মুক্ত করা ও রাশিয়ার তেল ক্রয় বন্ধ করা নিয়ে দ্বিমতের কারণে দেশটির সঙ্গে যুক্তরাষ্ট্রের পাঁচ দফা দ্বিপাক্ষিক বাণিজ্য আলোচনা ব্যর্থ হয়ে যায়। রয়টার্স জানিয়েছে, মোদী তার ভাষণে মার্কিন শুল্ক বা বাণিজ্য আলোচনার কথা সরাসরি উল্লেখ করেননি।